Sony ভারতে আনল ইউনিক ডিজাইনের সস্তা Earbuds, ফুল চার্জে চলবে দীর্ঘক্ষণ

আসন্ন উৎসবকে সামনে রেখে ভারতে লঞ্চ হল Sony WF-C510 ওয়্যারলেস ইয়ারবাড। এর দাম রাখা হয়েছে ৫ হাজার টাকার কম। এটি দীর্ঘ...
PUJA 20 Sept 2024 3:37 PM IST

আসন্ন উৎসবকে সামনে রেখে ভারতে লঞ্চ হল Sony WF-C510 ওয়্যারলেস ইয়ারবাড। এর দাম রাখা হয়েছে ৫ হাজার টাকার কম। এটি দীর্ঘ ব্যাটারি লাইফ এবং কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। এই ইয়ারবাড কথা বলার জন্য ও গান শোনার জন্য ২২ ঘন্টা ব্যাটারি লাইফ দেবে বলে সনির তরফে দাবি করা হয়েছে। আসুন Sony WF-C510 ইয়ারবাডের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Sony WF-C510 এর দাম ও সেল অফার

নতুন সনি ইয়ারবাডের দাম রাখা হয়েছে ৪,৯৯০ টাকা। তবে নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে এটি কিনলে ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। এরপরে ইয়ারবাডটি ৩,৯৯০ টাকায় কেনা যাবে। এই অফার পাওয়া যাবে ৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত।

Sony WF-C510 ইয়ারবাড চারটি কালারে এসেছে - নীল, হলুদ, কালো এবং সাদা। এটি আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২৪ থেকে Sony রিটেল স্টোর, ShopatSC.com, জনপ্রিয় ইলেকট্রনিক্স স্টোর এবং ই-কমার্স সাইটের মাধ্যমে কেনা যাবে।

আরও পড়ুন: পুরো 6 হাজার টাকা ডিসকাউন্টে 108MP ক্যামেরার এই 5G স্মার্টফোন

Sony WF-C510 ইয়ারবাডের ফিচার

Sony WF-C510 হল আজ অবধি সনির ক্ষুদ্রতম ক্লোজড টাইপ ইয়ারবাড। এটি কানে ভালোভাবে ফিট হবে। এতে এরগোনমিক সারফেস ডিজাইন উপস্থিত। সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, ইয়ারবাডটি মোট ২২ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করবে। আবার এই অডিও প্রোডাক্টটি ৫ মিনিট চার্জে ৬০ মিনিট পর্যন্ত চলবে। ইয়ারবাডটি সনির মাল্টিপয়েন্ট কানেক্টিভিটির সাথে এসেছে। এটি আইপিএক্স৪ জল প্রতিরোধের রেটিং সহ এসেছে।

Show Full Article
Next Story