ডিজিটাল সাউন্ড ইঞ্জিনের সাথে ভারতে লঞ্চ হল Sony-র নতুন ইয়ারবাড, কিনবেন নাকি

ভারতে পা রাখল টেক জায়ান্ট Sony-র নতুন Sony WF-C700N ইয়ারবাড। এতে ব্যবহৃত হয়েছে ৫ এমএম ড্রাইভার, যা উন্নতমানের অডিও উৎপন্ন করতে সক্ষম। তবে ইয়ারফোনটির সবচেয়ে…

ভারতে পা রাখল টেক জায়ান্ট Sony-র নতুন Sony WF-C700N ইয়ারবাড। এতে ব্যবহৃত হয়েছে ৫ এমএম ড্রাইভার, যা উন্নতমানের অডিও উৎপন্ন করতে সক্ষম। তবে ইয়ারফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এর মাধ্যমে ব্যবহারকারী তার পছন্দমত নয়েজ ক্যান্সলেশন এবং ইকুইলাইজার ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নতুন Sony WF-C700N ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Sony WF-C700N -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Sony WF-C700N ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৮,৯৯০ টাকা। আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে এর বিক্রি। ক্রেতারা ব্ল্যাক, হোয়াইট, ল্যাভেন্ডার এবং সেজ গ্রীন কালার অপশনে এই ইয়ারফোন বেছে নিতে পারবেন।

Sony WF-C700N -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত সনি ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ৫ এমএম ক্লোজ স্টাইপ ড্রাইভার ইউনিট, যা উচ্চমানের অডিও উৎপন্ন করতে সক্ষম। তাছাড়া ইয়ারফোনটিতে ভলিউম কন্ট্রোল এবং ডিজিটাল সাউন্ড ইঞ্জিন (DSEE) টেকনোলজি সাপোর্ট করবে। ফলে ব্যবহারকারী তাদের পছন্দমত মনোরম সাউন্ড কোয়ালিটি এবং অডিও উপভোগ করতে পারবেন।

শুধু তাই নয়, ইয়ারফোনটিতে রয়েছে মাল্টি পয়েন্ট কানেকশন এবং ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি। এখানেই শেষ নয়, এটি এসবিসি এবং এএসি অডিও কোডেক সাপোর্ট সহ এসেছে। তদুপরি অডিও ডিভাইসটিতে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচার এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড। এমনকি ইয়ারফোনটি সনি হেডফোন কানেক্ট অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ্য, এই ইয়ারফোনের প্রত্যেকটি ইয়ারবাডের ওজন ৪.৬ গ্রাম এবং কেস সমেত ইয়ারফোটির ওজন মাত্র ৩১ গ্রাম।

এবার আসা যাক Sony WF-C700N ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে নয়েজ ক্যান্সলেশন ফিচার চালু থাকলে ইয়ারফোনটি সাড়ে ৭ ঘন্টা মিউজিক প্লে টাইম এবং টানা ৫ ঘন্টা কল টাইম অফার করতে সক্ষম। উপরন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি এক ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে পারবে। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে IPX4 রেটিং।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন