৩ মিনিটের চার্জে চলবে ১ ঘন্টা, Sony WF-L190 LinkBuds Open ইয়ারবাড ভারতে লঞ্চ হল
সনি আজ ভারতে তাদের নতুন ওয়্যারলেস ইয়ারবাড সনি ডব্লিউএফ-এল১৯০ লিঙ্কবাডস ওপেন (Sony WF-L190 LinkBuds Open) লঞ্চ করল। এটি...সনি আজ ভারতে তাদের নতুন ওয়্যারলেস ইয়ারবাড সনি ডব্লিউএফ-এল১৯০ লিঙ্কবাডস ওপেন (Sony WF-L190 LinkBuds Open) লঞ্চ করল। এটি ২০২২ সালে আসা সনি ডব্লিউএফ-এল৯০০ লিঙ্কবাডস ওপেন এর উত্তরসূরি হিসেবে লঞ্চ হয়েছে। নয়া এই ইয়ারবাডের দাম রাখা হয়েছে ২০,০০০ টাকার কম। আর এতে পাওয়া যাবে ১১ মিমি ড্রাইভার, ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন, ২২ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ ও ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন সনি ডব্লিউএফ-এল১৯০ লিঙ্কবাডস ওপেন ইয়ারবাডস এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
সনি ডব্লিউএফ-এল১৯০ লিঙ্কবাডস ওপেন এর দাম ও উপলব্ধতা
সনি ডব্লিউএফ-এল১৯০ লিঙ্কবাডস ওপেন এর ভারতে দাম রাখা হয়েছে ১৯,৯৯০ টাকা। ওয়্যারলেস ইয়ারবাডটি সনি সেন্টার, সনি অথোরাইজড ডিলার, অ্যামাজন, ফ্লিপকার্ট সহ বিভিন্ন ইলেকট্রনিক্স স্টোর থেকে কেনা যাবে। আজ থেকে এটি ব্ল্যাক ও হোয়াইট কালার সহ পাওয়া যাবে।
সনি ডব্লিউএফ-এল১৯০ লিঙ্কবাডস ওপেন এর স্পেসিফিকেশন ও ফিচার
সনির নতুন এই ওয়্যারলেস ইয়ারবাডটি ওজনে হালকা এবং কম্প্যাক্ট ডিজাইন সহ এসেছে। দুর্দান্ত সাউন্ডের জন্য এতে ১১মিমি রিং শেপ ড্রাইভার উপস্থিত। আবার এতে অডিও ট্রান্সপারেন্সি সাপোর্ট করবে, যা কল বা গান শোনার সময় পারিপার্শ্বিক শব্দ শুনতে দেবে। এছাড়া ডিপ বেস ও নয়েজ ফ্রি কলের জন্য এই ওয়্যারলেস ইয়ারবাডে ভি২ প্রসেসর সহ ডিজিটাল সাউন্ড এনহ্যান্সমেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এদিকে এতে অ্যাডাপ্টিভ ভলিউম কন্ট্রোল সাপোর্ট করবে।
সনি জানিয়েছে, WF-L190 LinkBuds Open ওয়্যারলেস ইয়ারবাড ফুল চার্জে ২২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। ফলে প্রায় সারাদিন আপনি এই ইয়ারবাডটি ব্যবহার করতে পারবেন। আবার এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মাত্র ৩ মিনিটের চার্জে এটি ৬০ মিনিট ব্যাকআপ দেবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে অটো সুইচ, অটো প্লে, কুইক অ্যাক্সেস, ভয়েস কন্ট্রোল এবং মাল্টিপয়েন্ট কানেকশন। আর জল থেকে সুরক্ষিত রাখতে একে আইপিএক্স৪ রেটিং সহ আনা হয়েছে।