বাইরের হাজার শব্দ কানে লাগবেনা! বাজার কাঁপাচ্ছে এই ANC ইয়ারবাডগুলি, 1799 টাকা থেকে দাম শুরু

ফোন যদি এখন আমাদের জীবনে তরকারিতে লবণ-তেল দেওয়ার মতো জরুরি জিনিস হয়, তো হেডফোন বা ইয়ারবাড জাতীয় অ্যাক্সেসরিকে মশলার সাথে...
Anwesha Nandi 17 Feb 2024 1:08 AM IST

ফোন যদি এখন আমাদের জীবনে তরকারিতে লবণ-তেল দেওয়ার মতো জরুরি জিনিস হয়, তো হেডফোন বা ইয়ারবাড জাতীয় অ্যাক্সেসরিকে মশলার সাথে তুলনা করাই শ্রেয়! কেননা কল করা, গান বা কোনো শ্রবণযোগ্য জিনিস একান্তে উপভোগ করার জন্য এই জাতীয় আনুষাঙ্গিক আইটেম ব্যাপক কাজে আসে। শুধু তাই নয়, বর্তমান সময়ে ইয়ারবাডগুলি এতটাই আধুনিক হয়ে উঠেছে যে, শান্তিতে পড়াশুনা করা হোক বা কোনো সৃজনশীল কাজ করা হোক – যেকোনো ক্ষেত্রে ঝামেলা ছাড়াই শান্ত পরিবেশ প্রয়োজন মেটায় এইসব অ্যাক্সেসরিজ। আসলে আমাদের চারপাশের পরিবেশ সদা-সর্বদা নিজের মতো বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকে, যে কারণে নিভৃতে কিছুতে মনোযোগ দেওয়াটা অনেক সময়েই চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন বা ANC ফিচার বিশিষ্ট সাম্প্রতিক ইয়ারবাডগুলি কানে গুঁজে নিলেই কোলাহলপূর্ণ পরিবেশকেও শান্ত মনে পারে, তাও মাত্র এক সেকেন্ডে! তাই আপনি বাইরে ভ্রমণ করুন বা ইনডোরে কাজ করুন, নির্বিঘ্নে অডিও এক্সপিরিয়েন্স পেতে বা বাইরের শব্দ থেকে মুক্তি পেতে ANC ইয়ারবাডগুলি কাজে লাগাতে পারেন। এক্ষেত্রে, এখানে আমরা আপনাকে সেরা কয়েকটি ব্র্যান্ডেড ANC ইয়ারবাডের কথা বলব, যেগুলির দাম বা ফিচার দেখে আপনি নিজের জন্য সেরা মডেলটি বেছে নিতে পারেন।

৫ হাজার বাজেট হলে কিনতে পারেন এই ANC ইয়ারবাডগুলি

১. boAt Airdopes 141: এর দাম ১,৭৯৯ টাকা।

বোটের এই ইয়ারবাডগুলি ৩২ ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করে, যা স্পষ্ট অডিও সরবরাহ করতে বাহ্যিক শব্দ একেবারে কমিয়ে দেয়। এছাড়া এটি ৪২ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম, ৫০ এমএস পর্যন্ত লো লেটেন্সি গেমিং এক্সপিরিয়েন্স, ফাস্ট চার্জিং (১০ মিনিটের চার্জে ১৫০ মিনিট ব্যাকআপ) সাপোর্ট ও স্পষ্ট ভয়েস কলের জন্য ইএনএক্স (ENx) প্রযুক্তি অফার করে। এছাড়া এতে ১০ মিমি ডুয়াল ড্রাইভারও আছে।

২. Realme Buds T300: এর মূল্য ২,২৯৯ টাকা।

এতেও ৩০ ডিবি এএনসি ফিচার আছে। আবার এই ওয়্যারলেস ইন-ইয়ার ইয়ারবাডটি ডলবি অ্যাটমস সাপোর্টসহ ১২.৪ মিমি ডায়নামিক বাস বুস্ট ড্রাইভার, ফাস্ট চার্জিং প্রযুক্তিযুক্ত ৪০ ঘন্টা প্লেব্যাক টাইম এবং ৫০ এমএস আল্ট্রা-লো লেটেন্সি মোড অফার করে। এমনকি এই আনুষাঙ্গিকে আপনি আইপি৫৫ রেটিংও পাবেন।এটি ব্লুটুথ ৫.৩ প্রযুক্তিও সমর্থন করে।

৩. OnePlus Nord Buds 2: এর দাম ২,৯৯৯ টাকা।

এই ইয়ারবাডগুলি ২৫ ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন, উন্নতমানের শব্দের জন্য ১২.৪ এমএম ডায়নামিক টাইটানিয়াম ড্রাইভার, বাস-ওয়েভ (BassWave) প্রযুক্তি এবং তিনটি অডিও প্রোফাইলসহ মাস্টার ইকুয়ালাইজার অফার করে। এই আইটেমে ৩৬ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম থেকে শুরু করে এবং জল-ধুলো প্রতিরোধী আইপি৫৫ রেটিংও মিলবে৷

৪. Oppo Enco Air3 Pro: মূল্য ৪,৯৯৯ টাকা।

এটি বাজারের প্রথম কম্পোজিট বাম্বু (বাঁশের) ফাইবার ট্রিবল ডোম ফিচারযুক্ত ইয়ারবাড যাতে ১২ মিমি ডায়নামিক ড্রাইভার, ৪৯ ডিবি ফ্ল্যাগশিপ-গ্রেড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার, আল্ট্রা-লো ৪৭ এমএস লেটেন্সি গেম মোড ও ৩০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম মিলবে।

৫. OnePlus Buds 3: দাম পড়বে ৫,৪৯৯ টাকা।

এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে ১০.৪ মিমি + ৬ মিমি ডায়নামিক ডুয়াল ড্রাইভার, এলএইচডিসি ৫.০ ব্লুটুথ কোডেক, স্লাইডিং ভলিউম কন্ট্রোল, ৪৯ ডিবি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন, ফাস্ট চার্জিং (১০ মিনিট চার্জিংয়ে ৭ ঘন্টা প্লেব্যাক), ৪৪ ঘন্টা প্লেব্যাক টাইম এবং আইপি৫৫ রেটিং রয়েছে।

এছাড়াও আপনার বাজেট যদি ৫ হাজার টাকার বেশি হয়, তাহলে আপনি JBL Tune Beam, Jabra Elite 4, Sennheiser CX Plus বা Samsung Galaxy Buds2 Pro ইয়ারবাড কিনতে পারেন। এগুলির দাম পড়বে যথাক্রমে ৬,৪৯৯ টাকা, ৬,৯৯৯ টাকা, ৯,৯৯০ টাকা এবং ১৬,৪৯০ টাকা। অন্যদিকে এই সমস্ত অডিও প্রোডাক্টে এএনসির পাশাপাশি ৪৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক, এরগোমিক ডিজাইন, কাস্টমাইজেবল টাচ কন্ট্রোল, চারটি মাইক্রোফোন ও ৩৬০ ডিগ্রি অডিওর মতো নানাবিধ ফিচার বিদ্যমান।

Show Full Article
Next Story