আজ কিনলেই ২০০ টাকা ছাড়, বাজারে ঝড় তোলা এই Earbuds মাত্র ৮৯৯ টাকায় কিনে নিন

ভারতে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে দেশীয় অ্যাকসেসারি ব্র্যান্ড Truke- এর ওয়্যারলেস ইয়ারফোন। এই জনপ্রিয়তা আরও বাড়াতে ব্র্যান্ডটি তাদের বিটিজি (বর্ন টু গেম ) লেভেলের অধীনে…

ভারতে ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে দেশীয় অ্যাকসেসারি ব্র্যান্ড Truke- এর ওয়্যারলেস ইয়ারফোন। এই জনপ্রিয়তা আরও বাড়াতে ব্র্যান্ডটি তাদের বিটিজি (বর্ন টু গেম ) লেভেলের অধীনে লঞ্চ করল নতুন একটি ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, যার নাম Truke BTG Storm। এতে রয়েছে লো ল্যাটেন্সি গেমিং মোড, ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ৪৮ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Truke BTG Storm ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Truke BTG Storm -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Truke BTG Storm ইয়ারবাডের দাম রাখা হয়েছে ১,০৯৯ টাকা। তবে ১৮ মে ইয়ারফোনটির ওপর পাওয়া যাবে বিশেষ ছাড়। আজ ইয়ারফোনটি কিনতে ক্রেতাদের ৮৯৯ টাকা খরচ করতে হবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড।

Truke BTG Storm -এর স্পেসিফিকেশন ও ফিচার

পূর্বসূরীর মতোই নবাগত Truke BTG Storm ইয়ারফোন আরজিবি কালার সহ এসেছে। আর এই রঙিন কালার লাইটগুলি এর ইয়ারবাডের পাশাপাশি চার্জিং কেসের ধারেও দেখা যাবে। তবে লাইটগুলি কোনভাবেই কাস্টমাইজ করা যাবে না।

আবার ডিজাইনের দিক থেকে দেখতে গেলে, ইয়ারফোনটির চার্জিং কেসটি শিল্ড কিংবা ব্যাজের মত দেখতে। এর ইয়ারবাডগুলি সিলিকন টিপ সহ ইন-ইয়ার ডিজাইনে এসেছে। এমনকি মনোরম সাউন্ড আউটপুটের জন্য এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ড্রাইভার। শুধু তাই নয়, ইয়ারফোনটিতে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি উপলব্ধ। সেই সঙ্গে এটি এসবিসি এবং এএএসি অডিও কোডেক সাপোর্ট করবে। তদুপরি ইয়ারফোনটিতে পাওয়া যাবে টাচ কন্ট্রোল, জল প্রতিরোধী IPX4 রেটিং এবং ইএনসি ফিচারের সুবিধা।

এখানেই শেষ নয়, গেমিংয়ের জন্য হেয়ারেবলটিতে থাকছে লো ল্যাটেন্সি গেমিং মোড। এখানে ৪০ এমএস পর্যন্ত ল্যাটেন্সি কমানো সম্ভব। সর্বোপরি ইয়ারফোনটির প্রত্যেকটি ইয়ারবাডে মাইক্রোফোন বর্তমান।

এবার আলোচনা করা যাক Truke BTG Storm ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ৪০ এমএএইচ ব্যাটারি। আবার এর চার্জিং কেসের ব্যাটারি ক্যাপাসিটি ৩০০ এমএএইচ। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে এর প্রত্যেকটি ইয়ারবাড ৮ থেকে ১০ ঘণ্টা এবং চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৪৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন