লঞ্চ হল নতুন ইয়ারবাড, মাত্র 299 টাকায় নয়েজ ক্যান্সেলেশন, সাথে 48 ঘন্টার ব্যাটারি লাইফ: সেল এইদিনে

সময়ের সাথে ইয়ারফোন নামক নিত্য প্রয়োজনীয় অডিও প্রোডাক্টটির ডিজাইন এবং ফিচারে বেশ বদল এসেছে। আগে যেখানে তার বা ওয়্যারের জটে হেডফোন ব্যবহারকারীরা জেরবার হয়ে যেতেন,…

সময়ের সাথে ইয়ারফোন নামক নিত্য প্রয়োজনীয় অডিও প্রোডাক্টটির ডিজাইন এবং ফিচারে বেশ বদল এসেছে। আগে যেখানে তার বা ওয়্যারের জটে হেডফোন ব্যবহারকারীরা জেরবার হয়ে যেতেন, সেখানে এখন শুধুমাত্র আনুষাঙ্গিকটির কানে গোঁজার অংশটুকু দিয়েই কাজ চলে যায়, আর তার সাথে মেলে গাদা-গুচ্ছের আধুনিক ফিচারও। সেক্ষেত্রে আপনি যদি এখন কম দামে দীর্ঘ ব্যাটারি লাইফ, নয়েজ ক্যান্সেলেশন ইত্যাদি ফিচারওয়ালা ইয়ারবাড কিনতে চান, তাহলে Truke কোম্পানির সদ্য লঞ্চ করা Truke Buds Q1 Lite Earbuds-টি নিজের জন্য বেছে নিতে পারেন।

আসলে স্টাইলিশ ডিজাইনের এই নতুন ইয়ারবাড প্রায় দুদিনের ব্যাটারি ব্যাকআপ দেয়, অন্যদিকে কোলাহলপূর্ণ পরিবেশেও পরিষ্কার কল কোয়ালিটি সরবরাহ করে। সবচেয়ে বড় ব্যাপার হল যে, Truke Buds Q1 Lite Earbuds এখন মাত্র 299 টাকায় কেনা যেতে পারে। আসুন তবে, এক নজরে দেখে নিই Truke Buds Q1 Lite-এর দাম, অফার এবং মূল ফিচারসমূহ।

এখন মাত্র 299 টাকায় কেনা যাবে, Truke Buds Q1 Lite Earbuds-এর দাম কত?

ট্রুক বাডস কিউ1 লাইট ইয়ারবাডের দাম রাখা হয়েছে 999 টাকা, এটি আগামী 16 এপ্রিল দুপুর 12টা থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এক্ষেত্রে লঞ্চের দিন ইন্ট্রোডাক্টরি অফারে এটি অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-য় 899 টাকায় বিক্রি হবে। আবার রয়েছে এক্সক্লুসিভ অফারও – প্রথম সেলের দিন অ্যামাজন মাত্র 299 টাকায় ইয়ারবাডটি কেনার সুযোগ দেবে। তবে মনে রাখতে হবে যে, প্রথম 100 জন কাস্টমারই এই আকর্ষণীয় অফার পাবেন। সুতরাং, হালফিলে ইয়ারবাড কেনার পরিকল্পনা থাকলে সঙ্গে সঙ্গে সুযোগের সদ্ব্যবহার করুন।

উল্লেখ্য, মেটাল ব্ল্যাক, শ্যাম্পেন গোল্ড এবং রোজ রেড – এই তিনটি রঙে ট্রুক বাডস কিউ1 লাইট ইয়ারবাডটি লঞ্চ করেছে সংস্থা।

Truke Buds Q1 Lite Earbuds-এর ফিচার

ট্রুক বাডস কিউ1 লাইট ইয়ারবাড সুন্দর ডুয়াল ফিনিশের সাথে আসে। কোম্পানির দাবি, এটি 48 ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম, আবার কম দাম হলেও মিলবে ফাস্ট চার্জিং সাপোর্ট (10 মিনিটের চার্জে 100 মিনিট ব্যাকআপ)। এক্ষেত্রে ইয়ারবাডটিতে পরিষ্কার শব্দের জন্য কোয়াড মাইক ইএনসি (ENC) বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন সাপোর্টও পাওয়া যাবে, সাথে থাকবে 12.4 মিমি টাইটানিয়াম ড্রাইভার ও 40 এমএস আল্ট্রা-লো লেটেন্সি গেমিং মোড। তাছাড়া কানেক্টিভিটির জন্য এটি ব্লুটুথ 5.4 প্রযুক্তি বহন করবে।