দেশীয় ব্র্যান্ড আনল দুর্দান্ত দুটি স্পিকার, পাবেন 30W পর্যন্ত সাউন্ড, দাম শুরু 1199 টাকা থেকে
U&i ভারতে তাদের অডিও ডিভাইস রেঞ্জ বাড়িয়েই চলেছে। আজ সংস্থাটি Capsule Series 5W পোর্টেবল স্পিকার এবং Delight Series 30W...U&i ভারতে তাদের অডিও ডিভাইস রেঞ্জ বাড়িয়েই চলেছে। আজ সংস্থাটি Capsule Series 5W পোর্টেবল স্পিকার এবং Delight Series 30W পার্টি স্পিকার লঞ্চ করেছে। এর মধ্যে ক্যাপসুল সিরিজের স্পিকারটি পোর্টেবল ডিজাইনের হওয়ায় যে কোনো জায়গায় সহজেই নিয়ে যাওয়া যায়। অন্যদিকে, অনেক লোকের মধ্যে হাই ভলিউমে গান শোনার জন্য উপযুক্ত হলো ডিলাইট সিরিজের ট্রু ওয়্যারলেস স্টেরিও স্পিকারটি। চলুন দেখে নেওয়া যাক U&i Capsule Series 5W পোর্টেবল স্পিকার এবং Delight Series 30W পার্টি স্পিকারের দাম ও ফিচার।
U&i Capsule Series 5W এবং Delight Series 30W এর দাম
ভারতীয় বাজারে U&i Capsule Series 5W এবং Delight Series 30W স্পিকারের দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ১,১৯৯ টাকা এবং ২,৭৯৯ টাকা।
U&i Capsule Series 5W এবং Delight Series 30W এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত U&i Capsule Series 5W স্পিকারটি কম্প্যাক্ট এবং পোর্টেবল ডিজাইনে এসেছে। তাই যে কোনো জায়গায় ভিডিও কল করার সময় কিংবা মুভি দেখার সময় এটি ব্যবহার করা যেতে পারে। তাছাড়া স্মার্টফোন থেকে এই স্পিকারের মাধ্যমে ব্যবহারকারী তার পছন্দের মিউজিকও শুনতে পাবেন। সেই সঙ্গে নতুন এই স্পিকার ডিপ বেস যুক্ত স্বচ্ছ মিউজিক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়।
অন্যদিকে, পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ১২০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৫ ঘন্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। আবার পার্টির পরিবেশ বজায় রাখার জন্য এতে ব্যবহৃত আরজিবি লাইট মিউজিকের তালে তালে জ্বলবে।
এবার আসা যাক U&i Delight Series 30W স্পিকার প্রসঙ্গে। অনেক বড় জনসমাগম এবং ক্যারাওকে পার্টির জন্য উপযুক্ত এই স্পিকারটি। আর দুটি ১৫ ওয়াটের স্পিকারের সহ এসেছে এই পোর্টেবল অডিও ডিভাইস। তাই ৩০ ওয়াট যুক্ত এই পার্টি স্পিকার ডিপ বেস এবং মনোরম সাউন্ড উৎপন্ন করতে সক্ষম।
তদুপরি ব্যবহারকারীরা ব্লুটুথের মাধ্যমে যেকোনো ডিভাইস থেকে এই স্পিকারের মাধ্যমে মিউজিক স্ট্রিম করতে পারবেন। শুধু তাই নয়, এইউএক্স পোর্টের মাধ্যমে স্পিকারটিকে ল্যাপটপের সঙ্গে যুক্ত করা সম্ভব। আবার চাইলে ব্যবহারকারী টিএফ কার্ডে মজুত রাখা তার পছন্দের মিউজিকও চালাতে পারবেন এই স্পিকারের সাহায্যে। উপরন্তু এই স্পিকারের সাথে থাকছে একটি মাইক্রোফোন। যা কারাওকে সেশনের জন্য উপযুক্ত। এখানে জানিয়ে রাখি, যারা হাই ভলিউমে গান শুনতে পছন্দ করেন তাদের জন্য Delight Series 30W স্পিকারটি উপযুক্ত।
এবার আসা যাক অডিও ডিভাইসটির ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৪০০ এমএএইচ ব্যাটারি। ব্যবহারকারীরা এর স্ট্যান্ডার্ড মাইক্রো ইউএসবি অ্যাডাপ্টারের মাধ্যমে সহজেই স্পিকারটিকে চার্জ দিতে পারবেন।