ভিভো আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন ইয়ারবাড Vivo TWS 3e। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ও ডুয়েল কানেক্টিভিটির মতো একাধিক আকর্ষণীয় ফিচার। আর একেবারেই বাজেট রেঞ্জে এসেছে এই ইয়ারবাড। তাই বাজার চলতি অন্যান্য ব্লুটুথ ইয়ারবাডের সাথে রীতিমতো পাল্লা দিতে প্রস্তুত নতুন এই অডিও ডিভাইসটি। চলুন দেখে নেওয়া যাক নতুন ভিভো টিডব্লুএস থ্রিই ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Vivo TWS 3e এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে ভিভো টিডব্লুএস থ্রিই ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৮৯৯ টাকা। এটি ব্রাইট হোয়াইট এবং ডার্ক ইন্ডিগো, এই দুটি কালার অপশনে এসেছে। সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোনটি।
ভিভো টিডব্লুএস থ্রিই এর ফিচার ও স্পেসিফিকেশন
নতুন ভিভো টিডব্লুএস থ্রিই ইয়ারফোন এয়ারপডের মতো ডিজাইনে এসেছে। আর এর ইয়ারবাডে রয়েছে সিলিকন ইয়ারটিপ এবং লম্বা স্টেম। ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে ইয়ারফোনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবেন। আবার এতে থাকছে ইয়ারিং ডিটেকশন ফিচার। তাই কান থেকে এটি খুলে ফেললেই স্বয়ংক্রিয়ভাবে মিউজিক পজ হয়ে যাবে।
অন্যদিকে, নতুন এই ইয়ারফোনে থাকছে ১১ এমএম বায়োনিক কম্পোজিট ক্যাশমিয়ার বায়োফাইবার ড্রাইভার। এর সঙ্গে ইয়ারফোনটিতে ইন্টেলিজেন্ট অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ, যা ৩০ ডেসিবেল পর্যন্ত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়াতে সক্ষম। শুধু তাই নয়, এতে রয়েছে এআই কল নয়েজ রিডাকশান এবং উইন্ড নয়েজ এলিমিনেশন টেকনোলজি। সেই সঙ্গে দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এতে থাকছে ডিপএক্স ৩.০ সাউন্ড ইফেক্ট।
ভিভোর নতুন হেয়ারেবলটিকে একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে এবং এতে থাকছে গুগল ফার্স্ট পেয়ার। তদুপরি ভিভো টিডব্লুএস থ্রিই ইয়ারবাডে ৮৮ এমএস লো ল্যাটেন্সি মোড বর্তমান। এর অন্য উল্লেখযোগ্য ফিচার হল ফাইন্ড মাই ইয়ারফোন।
এবার আসা যাক ভিভো টিডব্লুএস থ্রিই ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, এএনসি ফিচার চালু থাকলে এটি ৩৬ ঘন্টা এবং এএনসি ফিচার বন্ধ থাকলে ৪২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। আর এর প্রত্যেকটি ইয়ারবাড এএনসি ফিচার চালু থাকলে ৮.৫ ঘণ্টা এবং এএনসি ফিচার বন্ধ থাকলে ১০.৫ ঘণ্টা পর্যন্ত অডিও প্লে ব্যাক টাইম দিতে সক্ষম। সর্বোপরি জলের ছিটে ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটিকে আইপি৫৫ রেটিং সহ আনা হয়েছে।