আগামী মাসে আসছে Vivo TWS 3i ইয়ারবাড, ফুল চার্জে চলবে 50 ঘন্টা
Vivo তাদের নতুন ওয়্যারলেস ইয়ারবাড Vivo TWS 3i আগামী মাসে চীনে লঞ্চ করতে চলেছে। এর লঞ্চের তারিখ নির্ধারণ করা হয়েছে 5...Vivo তাদের নতুন ওয়্যারলেস ইয়ারবাড Vivo TWS 3i আগামী মাসে চীনে লঞ্চ করতে চলেছে। এর লঞ্চের তারিখ নির্ধারণ করা হয়েছে 5 সেপ্টেম্বর। আপাতত এটি ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। এটি হোয়াইট কালারে পাওয়া যাবে। উল্লেখ্য, Vivo TWS 3i এর সাথে ওই একই দিনে Vivo Y300 Pro লঞ্চ হবে।
ভিভোর তরফে জানানো হয়েছে যে, এই ইয়ারবাড দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেবে। জানিয়ে রাখি এর পূর্বসূরি 45 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিত। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে, Vivo TWS 3i আরও বেশি অর্থাৎ 50 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
এছাড়া এই ইয়ারবাড ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি সহ আসবে বলে জানা গেছে। আবার এতে এআই কল নয়েজ রিডাকশন ফিচার থাকবে। এই ফিচার কল করার সময় বাইরের আওয়াজ রোধ করে কলারকে পরিষ্কার সাউন্ড শুনতে দেবে।
জানিয়ে রাখি Vivo TWS 3i এর পূর্বসূরি Vivo TWS 3e ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফাইন্ড মাই ইয়ারবাড ফিচার সহ এসেছিল। আর এতে 11মিমি ডায়নামিক ড্রাইভার দেওয়া হয়েছিল। এটি এআই কল নয়েজ রিডাকশন ফিচার লঞ্চ হয়েছিল।