Vivo TWS Air: গমগমে সাউন্ডের ইয়ারবাড খোঁজ করছেন? ভিভো আনল নতুন ইয়ারফোন

আজ অর্থাৎ ১ মার্চ ভারতীয় বাজারে পা রাখল Vivo TWS Air ইয়ারবাড। চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি ২০২২ সালেই নিজেদের দেশীয় বাজারে লঞ্চ করেছিল এই ট্রু…

আজ অর্থাৎ ১ মার্চ ভারতীয় বাজারে পা রাখল Vivo TWS Air ইয়ারবাড। চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি ২০২২ সালেই নিজেদের দেশীয় বাজারে লঞ্চ করেছিল এই ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। এবার ভারতীয় ক্রেতাদের জন্য এটি উপলব্ধ হল। Vivo TWS Air ইয়ারবাডে রয়েছে ১৪.২ এমএম অডিও ড্রাইভারের সাথে ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি। আর একবার চার্জে ইয়ারফোনটি টানা ২৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Vivo TWS Air ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Vivo TWS Air ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও এয়ার ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে যে সমস্ত ক্রেতারা ভি২৭ প্রো স্মার্টফোনের সাথে এই ইয়ারবাড কিনবেন তাদের জন্য সংস্থার তরফে থাকছে ১০০০ টাকা ছাড়। সেক্ষেত্রে ইয়ারফোনটির দাম পড়বে ২,৯৯৯ টাকা।

Vivo TWS Air ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ভিভো ট্রু ওয়্যারলেস স্টেরিও এয়ার ইয়ারবাডে রয়েছে ১৪.২ এমএম অডিও ড্রাইভার, যা ব্র্যান্ডের গোল্ডেন ইয়ার্স অ্যাকুয়েস্টিক ল্যাব দ্বারা টিউন করা। সংস্থাটি দাবি করেছে, নতুন এই ইয়ারফোন উন্নতমানের অডিও এক্সপেরিয়েন্স অফার করবে। তাছাড়া সেমি ইন- ইয়ার ডিজাইনের এই ইয়ারফোনের ওজন মাত্র ৩.৫ গ্রাম। তাই দীর্ঘক্ষণ ইউজার এটি ব্যবহার করলেও কোনো অসচ্ছন্দ্যতা অনুভব করবেন না।

অন্যদিকে, Vivo TWS Air ইয়ারফোনে রয়েছে ডিপএক্স ২.০ স্টেরিও সাউন্ড এফেক্ট, মেগা বেস, স্বচ্ছ হাই পিচ সরবরাহ করার বিশেষ ক্ষমতা। ইয়ারফোনটিতে গুগল ফাস্ট পেয়ার এবং ব্লুটুথ ৫.২ টেকনোলজি উপলব্ধ। সংস্থার মতে, একবার চার্জে চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ২৫ ঘন্টা পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।