899 টাকায় ডিপ বেসযুক্ত ইয়ারবাড, Wings Phantom 700 ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হল

ভারতে আত্মপ্রকাশ করল নতুন Wings Phantom 700 ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। ১০০০ টাকার কম দামে আসা নতুন এই ইয়ারবাডের...
techgup 27 Feb 2023 8:05 PM IST

ভারতে আত্মপ্রকাশ করল নতুন Wings Phantom 700 ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন। ১০০০ টাকার কম দামে আসা নতুন এই ইয়ারবাডের ফিচারগুলি তাক লাগিয়ে দেবে ক্রেতাদের। কারণ এতে রয়েছে সারাউন্ডিং নয়েজ সাপ্রেশন মাইক, ৪০ এমএস আলট্রা লো ল্যাটেন্সি এবং ৩৮ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Wings Phantom 700 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Wings Phantom 700 ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে উইংস ফ্যান্টম ৭০০ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ৮৯৯ টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারবাডটি। উল্লেখ্য, এতে ক্রেতারা পাবেন কেবলমাত্র সোল ব্ল্যাক কালার অপশন।

Wings Phantom 700 ইয়ারবাডের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত উইংস ফ্যান্টম ৭০০ ইয়ারফোন স্টেম এবং সিলিকন ইয়ারটিপের সাথে ইন-ইয়ার ডিজাইনে এসেছে। ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে ইয়ারবাডটি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাছাড়া এই অডিও ডিভাইসে রয়েছে আরজিবি এলইডি লাইট যুক্ত চার্জিং কেস।

অন্যদিকে, ইয়ারফোনটির অডিও প্রসঙ্গে বলতে গেলে এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম কম্পোজিট ড্রাইভার, যা গম্ভীর বেস সরবরাহ করবে। এছাড়া আশেপাশের নয়েজ কমিয়ে স্বচ্ছ কলিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য এতে থাকছে নয়েজ সাপ্রেশন মাইক। আবার গেমিংয়ের জন্য ইয়ারবাডটিতে ৪০ এমএস আলট্রা লো ল্যাটেন্সি মোড উপলব্ধ। শুধু তাই নয়, ইয়ারফোনটি গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। সাথে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি।

এবার আলোচনা করা যাক Wings Phantom 700 ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে চার্জিং কেস সমেত হেয়ারেবলটি ৩৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি এর প্রত্যেকটি ইয়ারবাড আলাদা করে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। তদুপরি ফার্স্ট চার্জিং সাপোর্ট সহ আসায় মাত্র ১৫ মিনিট চার্জ দিলে ইয়ারফোনটি ৬০ মিনিট পর্যন্ত গেম খেলতে দেবে। সর্বোপরি জল এবং ঘাম থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IPX5 রেটিং।

Show Full Article
Next Story