গেমারদের জন্য উপযুক্ত, Wings Phantom 850 ইয়ারফোন মাত্র ৮৯৯ টাকায় লঞ্চ হল

ভারতের প্রিমিয়াম গেমিং অডিও ব্র্যান্ড Wings বাজারে আনলো তাদের নতুন Phantom 850 গেমিং ইয়ারবাড। ১৩ এমএম ড্রাইভার যুক্ত এই ইয়ারফোনটি একবার চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত…

ভারতের প্রিমিয়াম গেমিং অডিও ব্র্যান্ড Wings বাজারে আনলো তাদের নতুন Phantom 850 গেমিং ইয়ারবাড। ১৩ এমএম ড্রাইভার যুক্ত এই ইয়ারফোনটি একবার চার্জে ৫০ ঘন্টা পর্যন্ত প্লে ব্যাক টাইম অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন দেখে নেওয়া যাক নতুন Wings Phantom 850 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Wings Phantom 850 ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে উইঙ্গস ফ্যান্টম ৮৫০ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে, ৮৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। ব্ল্যাক এবং হোয়াইট, এই দুটি কালার অপশনে এসেছে নতুন ইয়ারফোনটি।

Wings Phantom 850 ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

শুরুতেই বলি, নতুন উইঙ্গস ফ্যান্টম ৮৫০ ওয়্যারলেস ইয়ারফোন গেমপ্রেমীদের উদ্দেশ্যে তৈরি। তাই এতে রয়েছে নির্দিষ্ট একটি গেমিং মোড, যা ৪৮ এমএস লো ল্যাটেন্সি অফার করবে। এছাড়া এর হাইফিডেলিটি ১৩ এমএম ড্রাইভার উন্নতমানের অডিও এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম।

অন্যদিকে, নতুন ইয়ারফোনে রয়েছে কোয়াড ইএনসি মাইক সেটআপ। তার ফলে ইউজার ঝঞ্ঝাটহীন বিনোদন উপভোগ করতে পারবেন এবং বাইরের কোনও অবাঞ্ছিত আওয়াজ বিরক্ত করতে পারবে না। তদুপরি অডিও ডিভাইসটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং স্পিড সিঙ্ক টেকনোলজি। আবার এর এরগণমিক্যাল ডিজাইন যে কোন জায়গায় ইয়ারফোনটি ব্যবহারের উপযুক্ত করে তুলেছে।

উপরন্তু ফ্যান্টম ৮৫০ ইয়ারফোনের অন্যান্য ফিচারের মধ্যে উল্লেখযোগ্য একাধিক ইকুইলাইজার সেটিং, বাডস লাইটিং মোড, টাচ কন্ট্রোল এবং সিঙ্ক অ্যাপ সাপোর্ট। আবার ব্যবহারকারী এই সিঙ্ক অ্যাপের সাহায্যে তার হারিয়ে যাওয়া ফ্যান্টম ৮৫০ ইয়ারফোনটি খুঁজে পেতে পারেন।

এবার আলোচনা করা যাক Wings Phantom 850 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে চার্জিং কেস সমেত ইয়ারফোনটি ৫০ ঘন্টা এবং এর প্রত্যেকটি ইয়ারবাড ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। এমনকি এটি বুলেট চার্জ ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করায় মাত্র ১৫ মিনিট চার্জে এটি দু ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে। সর্বোপরি ইয়ারফোনটিতে রয়েছে প্রিমিয়াম এবিএস কভার এবং জল প্রতিরোধী IPX5 রেটিং।