চীন ছেড়ে Xiaomi এখন ভারতের ঘরের ছেলে, সমস্ত অডিও প্রোডাক্ট তৈরি করবে এদেশেই
ভারতে প্রথম হ্যান্ডসেট লঞ্চ করার পর থেকে কেটে ৮ বছর সময়, আর এই সময়ের মধ্যেই Xiaomi এদেশে নিজের পাকা জায়গা করে নিয়েছে।...ভারতে প্রথম হ্যান্ডসেট লঞ্চ করার পর থেকে কেটে ৮ বছর সময়, আর এই সময়ের মধ্যেই Xiaomi এদেশে নিজের পাকা জায়গা করে নিয়েছে। চীন ভিত্তিক এই কোম্পানি বিগত কয়েক বছরে প্রচুর স্মার্টফোন লঞ্চ করেছে এবং বিভিন্ন দেশীয় কোম্পানি এমনকি বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল নির্মাতা Samsung-কে পেছনে ফেলে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের সম্মান পেয়েছে। তবে শুধু স্মার্টফোনই নয়, বর্তমানে Xiaomi-র টিভি জাতীয় অ্যাপ্লায়েন্স, স্মার্টওয়াচ, হেডফোন জাতীয় অ্যাক্সেসরিজ এবং স্মার্ট গ্যাজেটগুলিও এই বাজারে অত্যন্ত জনপ্রিয়। বলতে গেলে, Xiaomi তার 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) প্রোগ্রামের ওপর জোর দিয়ে ভারতেরই একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এবার এই 'মেক ইন ইন্ডিয়া' প্রচারাভিযানকে এগিয়ে নিয়ে যেতে টেক জায়ান্ট সংস্থাটি ইলেকট্রনিক্স নির্মাতা Optimus-এর সাথে অংশীদারিত্ব করেছে। এই পার্টনারশিপের দরুন Xiaomi-এর সমস্ত ওয়্যারলেস অডিও প্রোডাক্ট ভারতেই তৈরি হবে বলে জানা গিয়েছে।
২০২৫ সালের মধ্যে ভারতে নিজের অর্ধেক যন্ত্রাংশও তৈরি করবে Xiaomi
বলে রাখি, অপটিমাসের কারখানাটি উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত। এদিকে শাওমি ভারতে ইয়ারফোন, ইয়ারবাড, স্পিকার ইত্যাদি নানাবিধ অডিও প্রোডাক্ট বিক্রি করে। সেক্ষেত্রে এবার থেকে উত্তরপ্রদেশের মাটিতেই যে ব্র্যান্ডের সমস্ত ওয়্যারলেস অডিও প্রোডাক্ট তৈরি হবে, তা সংস্থার সাম্প্রতিক ঘোষণা থেকেই স্পষ্ট। এছাড়া আগামী দু বছর মানে ২০২৫ সালের মধ্যে তারা এদেশে ৫০ শতাংশ যন্ত্রাংশও তৈরি করবে, এমনটাও কোম্পানির বিবৃতি থেকে ইঙ্গিত মিলেছে।
তবে নিজের জনপ্রিয়তায় খানিকটা ভাঁটা পড়েছে, এমন সময়েই শাওমি এই বড় ঘোষণাটি করেছে। আসলে সম্প্রতি স্যামসাং, রেডমিকে পেছনে ফেলে পুনরায় ভারতীয় স্মার্টফোন বাজারে এক নম্বর স্থান অর্জন করেছে। গত সপ্তাহে একটি রিপোর্ট এসেছে যেখানে দাবি করা হয়েছে যে, শাওমির স্মার্টফোনের চাহিদা গত ত্রৈমাসিকে কম ছিল যার কারণে তাদের আয় ১৮.৯ শতাংশ কমেছে।
Xiaomi চালু করেছে নতুন হেল্পলাইন পরিষেবা
কিছুদিন আগে শাওমি বয়স্ক তথা প্রবীণ ইউজারদের জন্য হোম মোবাইল সার্ভিস চালু করেছে। এর জন্য তারা এনেছে নতুন হোয়াটসঅ্যাপ নম্বর এবং কাস্টমার সাপোর্ট নম্বর। এক্ষেত্রে আগ্রহীরা ৮৮৬১৮২৬২৮৬ হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ফোন মেরামতের অনুরোধ করতে পারবেন। এছাড়ার সাহায্য নেওয়া যাবে ১৮০০১০৩৬২৮৬ নম্বরেরও৷