নববর্ষ উপলক্ষে Xiaomi আনল দুর্দান্ত স্পিকার, ফুল চার্জে চলবে 11 ঘন্টা
Xiaomi Burgundy Red Mini পাওয়ার ব্যাকআপের জন্য 2000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে যে ফুল চার্জে এটি 11 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এবং এটি চার্জ হতে মাত্র 1.8 ঘন্টা লাগবে।
Xiaomi স্পেশাল কালার স্কিম সহ একটি স্পিকার লঞ্চ করেছে। আসন্ন চীনা নববর্ষ উপলক্ষে সংস্থাটি Mini Bluetooth Speaker স্পিকারের এই লিমিটেড ভার্সন, বার্গান্ডি রেড ভার্সন নিয়ে এসেছে। সংস্থাটি বলেছে, ফুল চার্জে এটি 11 ঘণ্টা পর্যন্ত গান শোনাবে। এতে জ্বলজ্বলে আরজিবি লাইটও রয়েছে, যা এর ডিজাইন আরও সুন্দর করে তুলেছে। এতে 360 ডিগ্রি সাউন্ড পাওয়া যাবে। চলুন এর দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।
Xiaomi Burgundy Red Mini ব্লুটুথ স্পিকারের ফিচার ও স্পেসিফিকেশন
শাওমি বলেছে যে বার্গান্ডি রেড স্পিকারটি ফুল রেঞ্জ স্পিকারের সাথে 3-ইউনিট অ্যাকোস্টিক ডিজাইন ব্যবহার করে 360 ° সাউন্ড অফার করে। এই স্পিকারটি আইপি 67 রেটিং প্রাপ্ত, ফলে জল ও ধুলো থেকে এটি সুরক্ষিত থাকবে।
ফুল চার্জে টানা 11 ঘণ্টা চলবে
এতে পাওয়ার ব্যাকআপের জন্য 2000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে যে ফুল চার্জে এটি 11 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এবং এটি চার্জ হতে মাত্র 1.8 ঘন্টা লাগবে। ডিভাইসটি ব্লুটুথ 5.3 ভার্সন সহ এসেছে এবং এতে এনএফসি সাপোর্ট করে। এই স্পিকারে কাস্টমাইজেবল আরজিবি লাইটও দেওয়া হয়েছে।
দাম এবং প্রাপ্যতা
বিশেষ এডিশনের এই স্পিকারটি শাওমির ফেস্টিভ গিফট কালেকশনের অংশ। বিশেষ এডিশনের স্পিকারটি 20 ডিসেম্বর, 2024 থেকে চীনে কেনার জন্য উপলব্ধ হবে। অফারে এর দাম রাখা হয়েছে 199 ইউয়ান (প্রায় 2300 টাকা)।
Xiaomi Burgundy Red Mini পাওয়ার ব্যাকআপের জন্য 2000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে যে ফুল চার্জে এটি 11 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এবং এটি চার্জ হতে মাত্র 1.8 ঘন্টা লাগবে।