Redmi Buds 6 ইয়ারবাড, আউটডোর স্পিকার ও আলট্রা স্লিম পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করল Xiaomi
একদিনে একগুচ্ছ ডিভাইস লঞ্চ করল Xiaomi। বাজারে এল Redmi Buds 6, আউটডোর স্পিকার এবং আলট্রা সিম পাওয়ারব্যাঙ্ক। দাম ও স্পেসিফিকেশন দেখে নিন।
সাউন্ড আউটডোর স্পিকার এবং Redmi Buds 6 লঞ্চের মাধ্যমে, ভারতে অডিয়ো ডিভাইসের পোর্টফোলিও প্রসারিত করল Xiaomi। এই আউটডোর স্পিকারে রয়েছে ৩০ ওয়াট শক্তি, IP67 রেটিং এবং ১২ ঘন্টা প্লেব্যাক। অন্যদিকে, Redmi Buds 6 ইয়ারবাডে আছে ডুয়েল ড্রাইভার, ৪৯ ডেসিবল ANC এবং ৪২ ঘণ্টা ব্যাটারি লাইফ। উক্ত দুই ডিভাইস ছাড়াও নতুন আল্ট্রা স্লিম পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করেছে সংস্থা। যেখানে পাবেন ২০ ওয়াট আউটপুট-সহ পোর্টেবেল চার্জিং।
Xiaomi সাউন্ড আউটডোর স্পিকার ফিচার ও দাম
এই সাউন্ড আউটডোর স্পিকারে রয়েছে, ডুয়াল সাবউফার-সহ একটি ৩০ ওয়াট ড্রাইভার। ডিভাইসটির ওজন ৫৯৭ গ্রাম। ধুলো এবং জল প্রতিরোধের জন্য পাবেন IP67 রেটিং। এতে রয়েছে ২,৬০০mAh ব্যাটারি ক্যাপাসিটি। স্পিকারটি ১২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দিতে সক্ষম। মাত্র ২.৫ ঘণ্টায় ফুল চার্জ হতে পারে এটি।
Redmi Buds 6 ফিচার ও দাম
রেডমি বাডস ৬-এ রয়েছে একটি ১২.৪ মিলিমিটার ডাইনামিক টাইটানিয়াম ড্রাইভার এবং একটি ৫.৫ মিলিমিটার মাইক্রো পাইজোইলেকট্রিক ড্রাইভার। এতে ৪৯ ডেসিবল হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন পাওয়া যাবে। সংস্থার দাবি, ইয়ারবাডটি ৯৯.৬ শতাংশ বাইরের শব্দ ফিল্টার করতে পারে। আবার এতে থাকা ডুয়াল ডিভাইস পেয়ারিং ফিচার ডিভাইসগুলির মধ্যে সুইচিংয়ের সুবিধা দেবে। ক্রিস্টাল-ক্লিয়ার কল নিশ্চিত করার জন্য রয়েছে AI ENC এবং কোয়াড-মাইক ফিচার।
ভারতে রেডমি বাডস ৬ এর দাম ২,৯৯৯ টাকা। ১৩ ডিসেম্বর-১৯ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অফারের অধীনে এর দাম থাকবে ২,৭৯৯ টাকা।
Xiaomi আলট্রা সিম পাওয়ারব্যাঙ্ক
উক্ত দুই ডিভাইস ছাড়াও আল্ট্রা স্লিম পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করেছে শাওমি। এতে পাবেন ১৮ ওয়াট ইনপুট এবং ১০ ওয়াট আউটপুট। ডিভাইসে কানেকশনের জন্য রয়েছে USB Type-C। এটির ওজন ৯৩ গ্রাম। সংস্থার দাবি, ১২টি স্তরের সুরক্ষা রয়েছে এই পাওয়ারব্যাঙ্কে।
ভারতে শাওমি আলট্রা সিম পাওয়ারব্যাঙ্কের দাম ১,৭৯৯ টাকা।
একদিনে একগুচ্ছ ডিভাইস লঞ্চ করল Xiaomi। বাজারে এল Redmi Buds 6, আউটডোর স্পিকার এবং আলট্রা সিম পাওয়ারব্যাঙ্ক। দাম ও স্পেসিফিকেশন দেখে নিন।