মিউজিকের সাথে সাথে আলো জ্বলবে, Xiaomi Sound Pro ১১ ডিসেম্বর Xiaomi 13 সিরিজের সাথে লঞ্চ হচ্ছে

আগামী ১১ ডিসেম্বর Xiaomi তাদের 13 সিরিজের স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এছাড়াও ওইদিন একই সাথে উন্মোচিত হবে সংস্থার আরও বেশ কয়েকটি প্রোডাক্ট। এর…

আগামী ১১ ডিসেম্বর Xiaomi তাদের 13 সিরিজের স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরাতে চলেছে। এছাড়াও ওইদিন একই সাথে উন্মোচিত হবে সংস্থার আরও বেশ কয়েকটি প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে সংস্থার নতুন একটি স্মার্ট স্পিকার, যার নাম Xiaomi Sound Pro। অফিসিয়াল লঞ্চের আগে সংস্থার তরফে স্মার্ট স্পিকারটির একটি টিজার প্রকাশ করা হয়েছে। আসুন এই টিজার থেকে আপকামিং Xiaomi Sound Pro স্পিকার সম্পর্কে কি কি তথ্য সামনে আসল দেখে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Xiaomi Sound Pro-এর অফিসিয়াল টিজার

প্রকাশিত টিজার পোস্টার অনুযায়ী, আসন্ন শাওমি সাউন্ড প্রো স্পিকারটি সিলিন্ড্রিক্যাল ডিজাইন সহ আসবে। এর ওপরের দিকটি ট্রান্সপারেন্ট এবং সেখানে রয়েছে অ্যাম্বিয়েন্ট লাইট। অনুমান করা হচ্ছে, এই লাইটটি মিউজিক রিদমের সাথে সাথে পরিবর্তিত হবে। তাছাড়া পোস্টে সংস্থাটি দাবি করেছে স্পিকারটি ফ্ল্যাগশিপ কোয়ালিটির সাউন্ড উৎপন্ন করতে সক্ষম।

তবে এখনো পর্যন্ত শাওমি সাউন্ড প্রো স্মার্ট স্পিকারের দাম জানা যায়নি। আপাতত এর রিজার্ভেশন শুরু হয়েছে, যা ১১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে। তারপর ১২ ডিসেম্বর থেকে চীনের বাজারে শুরু হবে স্পিকারটির সেল।

অন্যদিকে রিজার্ভেশনের লিস্টিংয়ে দেখা গেছে, কালো রঙের আপকামিং স্পিকারের ওজন ৩.০৮ কিলোগ্রাম এবং এটি এসবিসি, এএসি অডিও কোডেক সাপোর্ট করবে। তাছাড়া এর কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ৩.৫ এমএম এইউএক্স পোর্ট।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন