ফুল চার্জে চলবে 120 ঘন্টা, Zebronics অতি সস্তায় লঞ্চ করল দুর্দান্ত হেডফোন

Zebronics Zeb Thunder Max হেডফোন কালো, ধূসর এবং বেগুনি রঙে পাওয়া যাবে। এটি বর্তমানে 1,299 টাকায় পাওয়া যাচ্ছে।

Julai Mondal 10 Dec 2024 9:01 PM IST

কম দামে দীর্ঘ ব্যাটারি লাইফযুক্ত হেডফোন বাজারে এল। Zebronics আজ ভারতে নতুন Zeb Thunder Max হেডফোন লঞ্চ করেছে। দীর্ঘ ব্যাটারি ছাড়াও এতে লাইটওয়েট বিল্ড, নরম ইয়ার কুশন এবং ডিপ বেস এবং 40 মিমি ড্রাইভার পাওয়া যাবে। জেব্রোনিক্স দাবি করেছে যে, পুরো চার্জে এটি 120 ঘণ্টা গান শুনতে দেবে। হেডফোনটির দাম রাখা হয়েছে 1,300 টাকারও কম।

নয়েজ ক্যান্সেলেশন ফিচার সহ এসেছে Zebronics Zeb Thunder Max হেডফোন

নতুন হেডফোন ফোল্ডেবল ডিজাইনের সাথে এসেছে, এবং এটি যে কোনও জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। পরিষ্কার কল এবং আরও ভাল অডিও মানের জন্য, এতে লো-ল্যাটেন্সি গেমিং মোড এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ইএনসি) ফিচার সাপোর্ট করবে। হেডফোনে নিয়মিত শোনার জন্য ব্যালেন্স মোড, বুস্টেড বেসের জন্য সাউন্ড মনস্টার মোড এবং স্পষ্ট ভোকালের জন্য ভোকাল এনহ্যান্স মোড উপস্থিত।

ফুল চার্জে চলবে 120 ঘণ্টা, ফাস্ট চার্জিং সাপোর্ট

এই হেডফোনে ব্লুটুথ v5.4 কানেক্টিভিটি আছে এবং এতে ডুয়েল পেয়ারিং সাপোর্ট করে। ফলে এটি একসাথে দুটি ডিভাইসে ব্যবহার করা যাবে। ব্যাটারি ব্যাকআপের কথা বললে, সংস্থাটি দাবি করেছে যে হেডফোনটি 120 ঘন্টা ব্যাটারি লাইফ (60% ভলিউমে) অফার করবে। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। মাত্র 10 মিনিট চার্জ দিলেই এটি 10 ঘণ্টা প্লেব্যাক টাইম দেবে। চার্জিংয়ের জন্য এতে টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে।

দাম, কালার এবং প্রাপ্যতা

জেব্রোনিক্স এর থান্ডার ম্যাক্স হেডফোন কালো, ধূসর এবং বেগুনি রঙে পাওয়া যাবে। এটি বর্তমানে 1,299 টাকায় পাওয়া যাচ্ছে। এটি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

Show Full Article
Next Story