সাবধান! অনলাইন Pushpa 2 সিনেমা ডাউনলোড করতে গিয়ে সর্বস্বান্ত হতে পারেন, ফাঁদ পেতেছে হ্যাকাররা

অনলাইনে Pushpa 2 Movie Download সার্চ করার আগে সাবধান, কোনও সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দন্ডনীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে। তাছাড়া পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার।

Puja Mondal 8 Dec 2024 3:48 PM IST

আল্লু অর্জুন অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা Pushpa 2 মুক্তি পেয়েছে এই মাসে। বিগ বাজেট সিনেমা দেখার জন্য থিয়েটারে উপচে পড়েছে জনতার ঢল। তবে এরই মধ্যে সিনেমার হলপ্রিন্ট কপি অনলাইন সাইটগুলিতে পাওয়া যাচ্ছে। Tamilrockers এবং Filmyzilla-সহ একাধিক সাইট থেকে ডাইনলোড করা যাচ্ছে এই ছবি। অবৈধ ভাবে এই ছবির পাইরেটেড ভার্সনগুলি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

অনলাইনে ফাঁস Pushpa 2: The Rule’

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে, পুষ্পা ২ সিনেমা তামিলরকার্স, ফিল্মজিলা, মুভিরুলজ, ইবোমা এবং তামিলযোগী-সহ বিভিন্ন অবৈধ পাইরেসি ওয়েবসাইটে ফাঁস হয়েছে। এই প্ল্যাটফর্মগুলি 1080p, 720p, 480p এবং HD এর মতো একাধিক রেজোলিউশনে পাইরেটেড সংস্করণ সরবরাহ করছে। যা বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।

এছাড়া "Pushpa 2 The Rule Movie Download," "Pushpa 2 Tamilrockers," এবং "Pushpa 2 Free HD Download" এর মত সার্চ টার্মগুলির সংখ্যা Google-এ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এগুলি ডাউনলোড করলে একাধিক বিপদে পড়তে পারেন।

অনলাইনে Pushpa 2 Movie Download সার্চ করার আগে সাবধান

প্রথমত, কোনও সিনেমার পাইরেটেড কপি অনলাইনে ফাঁস করে ছড়িয়ে দেওয়া দন্ডনীয় অপরাধ। এই অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে নির্দিষ্ট শাস্তির মুখে পড়তে হবে। তাছাড়া পার্সোনাল কম্পিউটার/ল্যাপটপে প্রবেশ করতে পারে ভাইরাস, স্পাইওয়্যার। পাইরেটেড ওয়েবসাইটগুলি প্রায়শই ম্যালওয়্যার, স্পাইওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক সফ্টওয়্যার দিয়ে ভরা থাকে। যা আপনার ডিভাইস এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্তর ভেঙে দিতে পারে।

কিছু সাইট বিনামূল্যে সিনেমা ডাইনলোড করার অনুমতি দেয়। কিন্তু প্রদত্ত সাবস্ক্রিপশন বা পরিষেবার জন্য সাইন আপ করার জন্য ব্যবহারকারীদের প্রতারণা করে। এর ফলে ক্রেডিট কার্ড জালিয়াতি, ফিশিং স্ক্যাম, ভুয়ো অফার ইত্যাদি প্রতারণার ফাঁদে পড়তে পারেন আপনি।

Show Full Article
Next Story