Technology

Blinkit: যেতে হবে না স্টুডিওতে, এবার ঘরে বসে মাত্র ১০ মিনিটেই পাবেন পাসপোর্ট সাইজ ছবি

এই অনলাইনে ফটো আপলোড করার জমানাতেও অনেক সময়ই হঠাৎ করে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হয়। আর মাঝে মাঝে এমনও পরিস্থিতিও আসে যখন দেখা যায়, প্রয়োজন থাকলেও কাছে পাসপোর্ট ফটো নেই বা সেগুলি নষ্ট হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তখন ছুটতে হয় স্টুডিওতে – সেক্ষেত্রে আবার আশেপাশে স্টুডিও না থাকলে তা বেশ ঝামেলার ব্যাপার! তবে এবার বাড়ি বসেই মেটানো যাবে পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজনীয়তা, তাও আবার ১০ মিনিটে। আসলে জনপ্রিয় অনলাইন তথা ইনস্ট্যান্ট ডেলিভারি প্ল্যাটফর্ম ব্লিঙ্কিট (Blinkit) এখন মাত্র ১০ মিনিটে পাসপোর্ট সাইজের ছবিও ডেলিভারি করছে।

নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ছবির ডেলিভারি করবে Blinkit

এতদিন পর্যন্ত জোমাটো (Zomato)-র মালিকানাধীন ব্লিঙ্কিট (আগে Grofers) গ্রোসারি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী স্বল্প সময়ে বাড়ি পৌঁছে দিত। তবে ব্লিঙ্কিটের সিইও আলবিন্দার ধিন্দসা সম্প্রতি জানিয়েছেন যে, এখন এই ডেলিভারি অ্যাপের সাহায্যে মাত্র ১০ মিনিটে পাসপোর্ট সাইজের ছবিও বাড়িতে অর্ডার করতে পারবেন ইউজাররা।প্ল্যাটফর্মটিতে ইতিমধ্যেই ডকুমেন্ট প্রিন্ট অর্ডার করার বিকল্প দেওয়া হয়েছে।

আপাতত দেশের নির্বাচিত শহরেই মিলবে Blinkit-এর এই সুবিধা

ব্লিঙ্কিট কর্ণধার আলবিন্দারের ঘোষণা অনুযায়ী, এই মুহূর্তে নির্বাচিত কিছু শহরেই বাড়ি বসে পাসপোর্ট সাইজের ছবি অর্ডার করা যাবে – দিল্লি ও গুরুগ্রামের ব্লিঙ্কিট কাস্টমাররা প্রাথমিকভাবে এই ১০ মিনিটে ফটো ডেলিভারির সুবিধা পাবেন। কয়েকদিন পর দেশের অন্যান্য শহরেও এই অপশন উপলব্ধ হবে।

সেক্ষেত্রে ভিসা ডকুমেন্টেশন, অ্যাডমিট কার্ড বা ভাড়ার চুক্তির মতো যেকোনো প্রয়োজনের জন্য শেষ মুহূর্তে পাসপোর্ট সাইজের ছবি দরকার হলে ব্লিঙ্কিটের এই নয়া পরিষেবা যে বেশ কাজে আসবে এবং আপাতভাবে এটি কাস্টমারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সেই কথা ভেবে উত্তেজনা প্রকাশ করেছেন আলবিন্দার।

কম দামেই মিলবে ছবি

এই মুহূর্তে কলকাতায় ব্লিঙ্কিটের ফটো ডেলিভারি পরিষেবা উপলব্ধ না হলেও শোনা যাচ্ছে যে, বাড়ি বসে পাসপোর্ট সাইজের ছবি পেতে বেশি খরচ করতে হবেনা অর্থাৎ পরিষেবাটির দামও কম রাখা হয়েছে, যা এর অন্যতম ভালো দিক। এদিকে, কাস্টমারদের অন্যান্য আইটেমের মতোই তাদের পাসপোর্ট আকারের ফটোর জন্য অর্ডার দিতে হবে এবং প্রিন্টের জন্য পছন্দসই ফটো আপলোড করতে হবে। এতে করে ফটোগুলি ১০ মিনিটের মধ্যে প্রিন্ট হয়ে অর্ডারদাতার ঠিকানায় পৌঁছে যাবে।

প্রসঙ্গত, ছবির গুণমান নিয়েও চিন্তার প্রয়োজন নেই, কেননা এগুলি কোডাক (Kodak)-এর গ্লসি ২১০ জিএসএম পেপারে প্রিন্ট হবে। আর, কোম্পানি সিইওর ঘোষণা অনুযায়ী, কাস্টমাররা একবারে ৮টি, ১৬টি বা ৩২টি ছবি অর্ডার করার অপশন পাবেন।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago