ভোল পাল্টে দেবে স্মার্টফোনের, একগুচ্ছ চমক নিয়ে আসছে ব্লুটুথের নতুন ভার্সন

প্রতি বছরই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্ৰুপ নতুন ভার্সন নিয়ে আসে। এ বছর গুচ্ছের চমক নিয়ে হাজির হতে চলেছে ব্লুটুথ ৬.০।...
Suvrodeep Chakraborty 5 Nov 2024 8:37 PM IST

প্রতি বছরই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্ৰুপ নতুন ভার্সন নিয়ে আসে। এ বছর গুচ্ছের চমক নিয়ে হাজির হতে চলেছে ব্লুটুথ ৬.০। বর্তমানে ব্লুটুথ ৫.৪ ভার্সন ব্যবহার করছি আমরা। সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন ভার্সন চলে আসবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে। এই ভার্সনে দুর্দান্ত সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে শোনা গিয়েছে। যা অবাক করে দিতে পারে স্মার্টফোন ব্যবহারকারীদের।

ব্লুটুথ ৬.০ ভার্সনে কী চমক?

এই ভার্সনে সবথেকে বড় চমকের নাম চ্যানেল সাউন্ডিং। কী এই চ্যানেল সাউন্ডিং? এটির মাধ্যমে যেসব ফোন বা ডিভাইসে ব্লুটুথ ৬ রয়েছে, সেগুলি নিরাপত্তার সঙ্গে আপোস না করেই উপস্থিতি, দূরত্ব এবং দিকনির্দেশ নির্ভুল ভাবে নির্ধারণ করতে পারবে। সহজ ভাষায় বললে, একটা ডিভাইসের আসল উপস্থিতি এবং তা থেকে অন্য ডিভাইসের দূরত্ব কতটা তা নিখুঁতভাবে ধরে ফেলবে ব্লুটুথ ৬।

এই প্রযুক্তি এয়ার ট্যাগের মতো ট্র্যাকিং ডিভাইসের সঙ্গে ভালো ভাবে কাজ করতে পারে বলে মনে করছেন অনেকে। এছাড়া একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অটোমেটিক ডোর আনলক করার জন্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি করতেও সাহায্য করতে পারে ব্লুটুথ ৬।

আরও একটি ফিচার রয়েছে এতে যার নাম জটিল হলেও, আপনার কাজ করে দেবে অনেক সহজ। এটি ডিসিশন ভিত্তিক অ্যাডভার্টাইজিং ফিল্টারিং ও মনিটরিং। এখানে অ্যাডভার্টাইজিং শব্দটিকে বোঝানো হয়েছে কীভাবে একটি ব্লুটুথ ডিভাইস অন্য একটি ব্লুটুথ ডিভাইসের সঙ্গে শনাক্ত করে এবং ইন্টারঅ্যাক্ট করে। সুবিধা হল পেয়ারিং করার আগেই এটি অটোমেটিক অন্য ডিভাইসের ব্লুটুথ স্ক্যান করে নিতে সক্ষম। পাশাপাশি ডুপ্লিকেট ডেটা স্ক্যান ও মনিটরিং করতে পারবে ব্লুটুথ ৬।

জানা গিয়েছে, এই ব্লুটুথ ভার্সন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সঙ্গে কাজ করতে পারে। যে সব স্মার্টফোনে এই প্রসেসর থাকবে সেখানেই পাওয়া যাবে ব্লুটুথ ৬। আগামীদিনে যে স্মার্টফোনগুলি লঞ্চ হবে তাতে আশা করা হচ্ছে, ব্লুটুথ ৬ সাপোর্ট আছে সেরকম উন্নত প্রসেসর যোগ করবে কোম্পানিগুলি।

Show Full Article
Next Story