নেটওয়ার্ক ছাড়াই হবে কল ও পেমেন্ট, BSNL আনল দেশের প্রথম D2D স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি

দেশের প্রথম স্যাটেলাইট টু ডিভাইস কমিউনিকেশন পরিষেবা আনল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। ভিয়াশতের সঙ্গে যৌথ উদ্যোগে এই সুবিধা চালু করল সরকারি টেলিকম সংস্থাটি।

Suvrodeep Chakraborty 14 Nov 2024 6:23 PM IST

ভারতের প্রথম সংস্থা হিসাবে ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করল BSNL। টেলিকমিউনিকেশন বিভাগের দাবি, এটি দেশের প্রথম স্যাটেলাইট-টু-ডিভাইস যোগাযোগ পরিষেবা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ প্রযুক্তি সংস্থা ভিয়াশতের সঙ্গে যৌথ উদ্যোগে চালু করেছে বিএসএনএল। এই সুবিধার মূল এবং একমাত্র উদ্দেশ্য প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ পরিষেবা গড়ে তোলা।

দুর্গম জায়গাগুলিতে এখনও প্রচুর মানুষ ঠিক মতো টেলিকম পরিষেবা পান না। সেলুলার কিংবা ওয়াইফাই কোনও নেটওয়ার্কই ঠিক ভাবে কাজ করেনা অথবা উপযুক্ত পরিকাঠামো নেই। যার ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না তারা। যেখানে দেশের একচেটিয়ে মানুষ ইউপিআইয়ের মতো পরিষেবার লাভ নিচ্ছেন, সেখানে প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসীর ইন্টারনেট সেলুলার বা ওয়াইফাই নেটওয়ার্কের অভাবে ভুগছেন। তবে এই পরিষেবার মাধ্যমে তারা জরুরি কলিং, SoS মেসেজিং এবং ইউপিআইয়ের মতো সুবিধাগুলি পাওয়া যাবে বলে দাবি টেলিকম সংস্থার।

এই ডিরেক্ট টু ডিভাইস পরিষেবা কী?

মার্কিন সংস্থা ভিয়াশত এবং বিএসএনএল একটি দ্বিমুখী স্যাটেলাইট কমিউনিকেশন গড়ে তুলেছে। যা ভিয়াশতের জিওস্টেশনারি এল-ব্যান্ড থেকে ৩৬,০০০ কিমি দূরে অবস্থিত। এই বিরাট দূরত্ব থাকা সত্বেও কীভাবে মেসেজ পাঠানো যায় এবং রিসিভ করা হয় তার নমুনা দেখানো হয়েছে ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস ২০২৪ ইভেন্টে। দেশের নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের (এনটিএন) ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই প্রযুক্তি নিয়ে টেলিকম দফতর আশাবাদী হলেও বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। যেমন কীভাবে সাধারণ মানুষ ডিরেক্ট-টু-ডিভাইস স্যাটেলাইট পরিষেবাটি পাবেন, কত খরচ, মোবাইল রিচার্জের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে কিনা ইত্যাদি। তবে এই পরিষেবা যে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চল জুড়ে ব্যবহারকারীদের উপকৃত করবে তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি বর্তমানে যে গুটি কয়েক দেশ এমন স্যাটেলাইট-ভিত্তিক পরিষেবা দিয়ে থাকে সেই তালিকায় জায়গা করে নিল ভারত।

Show Full Article
Next Story