Chrome: ইন্টারনেট ব্যবহারে সতর্ক হন, বিপদের কালো মেঘ সম্পর্কে জানালো কেন্দ্র

ফের সতর্কতা জারি করল সরকার, গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় বিপদের সম্ভাবনা, জেনে নিন বিস্তারিত...

Anwesha Nandi 10 Aug 2024 5:09 PM IST

কম্পিউটার হোক বা স্মার্টফোন, যেকোনো ডিভাইসেই ব্রাউজার হিসেবে বহুল ব্যবহৃত গুগল ক্রোম (Google Chrome)। কিন্তু আপনি যদি ডেস্কটপ বা ল্যাপটপে ইন্টারনেট চালানোর জন্য ক্রোম ব্রাউজারের ওপর চোখ বুজে ভরসা করে থাকেন, তাহলে এখনই সাবধান হয়ে যান। আসলে কেন্দ্র তথা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In), সম্প্রতি আবারও গুগলের এই ব্রাউজার সম্পর্কে সতর্কতা জারি করেছে। সরকারের সাইবার সিকিউরিটি টিম, গুগল ক্রোম ওয়েবের বেশ কিছু দুর্বলতার হুমকির কথা তুলে ধরেছে, যেগুলি কাজে লাগিয়ে হ্যাকাররা সহজেই টার্গেটেড সিস্টেমের দখল নিতে পারে।

ফের সিকিউরিটি ইস্যু Chrome-এ, বন্ধ হতে পারে সিস্টেম

সিইআরটি-ইনের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, গুগল ক্রোম স্টেবল চ্যানেলে সম্প্রতি যে সমস্যা দেখা গেছে, তার দ্বারা মূলত উইন্ডোজ, ম্যাকওএসের ১২৭.০.৬৫৩৩.৮৮/৮৯ বা পূর্ববর্তী সংস্করণ এবং লিনাক্সের ১২৭.০.৬৫৩৩.৮৮ বা এর আগের সংস্করণগুলি প্রভাবিত। এইসব ক্রোম ভার্সন কম্পিউটারে ব্যবহার করলে, হ্যাকাররা আরবিটারি কোড কাজে লাগিয়ে কোনো সিস্টেমে তাদের ইচ্ছামতো কমান্ড বা কোড চালাতে পারে।

এছাড়া তারা বিশেষভাবে রিকোয়েস্ট পাঠানো, দূষিত সফ্টওয়্যার ইনস্টল করা এমনকি পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আপনার সিস্টেম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার স্বাধীনতাও পেয়ে যায় বলেও জানা গিয়েছে।

কেন এই সমস্যা?

সিইআরটি-ইন, গুগল ক্রোমের সাম্প্রতিক সমস্যার জন্য দুটি কারণ বের করেছে। তাদের মতে, ব্রাউজারটির ডেটাবেসের 'আনইনিশিয়ালাইড্ ইউজ' এবং 'ইনসাফিসিয়েন্ট ডেটা ভ্যালিডেশন ইন ডন' সমস্যার কারণে ত্রুটিগুলি উদ্ভূত হয়েছে। প্রথম কারণটির দরুন কম্পিউটার ভুলভাবে কাজ শুরু করে এবং কোনো ডিফাইন ভ্যালু ছাড়াই প্রোগ্রামের ভ্যারিয়েবল ব্যবহার শুরু করে। একই সময়ে, ডেটা ভ্যালিডেশনের কারণটির জন্য ক্রোম, প্রসেসড্ ডেটা সঠিকভাবে চেক করতে পারেনা, আর হ্যাকাররা সরাসরি লাভবান হয়।

বিপদ থেকে বাঁচতে করণীয় কী?

স্বস্তির বিষয় এটাই যে, গুগল উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ক্রোমের স্টেবল চ্যানেলের একটি আপডেট প্রকাশিত হয়েছে। সিইআরটি-ইন, ইউজারদের সেই লেটেস্ট আপডেট সিস্টেমে ইনস্টল করার পরামর্শ দিয়েছে। এক্ষেত্রে ক্রোম আপডেট করতে, ব্রাউজার মেনুতে দেওয়া 'হেল্প' (Help) অপশনে ক্লিক করে 'অ্যাবাউট গুগল ক্রোম' (About Google Chrome)-এ যেতে হবে।

Show Full Article
Next Story