৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার এই Motorola 5G স্মার্টফোন হল সস্তা

চলছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল। এই সেলে বাজেট থেকে প্রিমিয়াম সমস্ত ধরনের স্মার্টফোনে ছাড় পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন কোনো ফোন…

Ankita Mondal 28 Sept 2024 12:09 PM IST

চলছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল। এই সেলে বাজেট থেকে প্রিমিয়াম সমস্ত ধরনের স্মার্টফোনে ছাড় পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন কোনো ফোন খুঁজে থাকেন, আর বাজেট যদি ১৫ হাজার টাকার আশেপাশে হয়, তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। এখানে আমরা এই রেঞ্জে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ বিক্রি হওয়া Motorola G85 5G স্মার্টফোনের বিষয়ে বলবো। এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে সেলে ১,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে। এরজন্য HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করতে হবে।

এরপর আপনি ফোনটি ১৫,৪৯৯ টাকায় কিনে নিতে পারবেন। তবে অফার এখানেই শেষ নয়! কারণ আপনি যদি Motorola G85 5G কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ১০,৪৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

Motorola G85 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

মোটোরোলা জি৮৫ ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ফোনটির সামনে ১০৮০x২৪০০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে উপস্থিত।

এই 3D কার্ভড pOLED ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। আবার পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট।

পাওয়ার ব্যাকআপের জন্য মোটোরোলা জি৮৫ ৫জি ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Show Full Article
Next Story