ইলেকট্রিক গাড়ির ব্যাটারি নিয়ে চিন্তা শেষ, Foxconn ভারতে গড়ে তুলছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইউনিট

তাইওয়ানের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং জায়ান্ট Foxconn ভারতে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইউনিট গড়ে তুলতে চলেছে। আজ সংস্থার চেয়ারম্যান ইয়ং লিউ এই খবর জানিয়েছেন। ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা…

Foxconn Battery Energy Storage System Unit In India In Works

তাইওয়ানের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং জায়ান্ট Foxconn ভারতে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইউনিট গড়ে তুলতে চলেছে। আজ সংস্থার চেয়ারম্যান ইয়ং লিউ এই খবর জানিয়েছেন। ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা ভারত তথা বিশ্বে বাড়তে থাকায়, Foxconn এই ইন্ড্রাস্ট্রিতে ঢুকতে চাইছে। ইতিমধ্যেই তারা তাইওয়ানে তাদের প্রথম প্ল্যান্ট তৈরি করে ফেলেছে।

সংবাদসংস্থা পিটিআইকে লিউ জানিয়েছেন, ভারতে ফক্সকন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেও কাজ করতে আগ্রহী। তিনি বলেন “আমরা ভারতে নতুন প্ল্যান্ট তৈরি করছি। তামিলনাড়ুতে বিইএসএস (ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম) নিয়ে আমরা কীভাবে সহযোগিতা পেতে পারি তা নিয়ে আমি শিল্পমন্ত্রীর সাথে কথা বলছি।”

এছাড়া ফক্সকন ভারতের জন্য “৩+৩ ভবিষ্যত কৌশল” নিয়ে এগোচ্ছে বলে লিউ নিশ্চিত করেছেন। এরমধ্যে ফক্সকন শুরুতে তিনটি শিল্পের উপর অধিক ফোকাস করবে – বৈদ্যুতিক যানবাহন, ডিজিটাল স্বাস্থ্য এবং রোবোটিক্স শিল্প, যার প্রত্যেকটির বর্তমান স্কেল ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং প্রতি বছর ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে।

তবে ইয়ং লিউ জানিয়েছেন, এই মুহূর্তে ফক্সকনের ব্যাটারি স্টোরেজ ব্যবসা বাড়াতে কেবল বৈদ্যুতিক গাড়িকে টার্গেট করা হবে। উল্লেখ্য, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) সৌর, বায়ু ইত্যাদির মতো পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে এনার্জি স্টোরেজ করতে পারে। জানিয়ে রাখি, ফক্সকন ভারতে একটি বৈদ্যুতিক গাড়ির ইউনিট স্থাপনেরও প্রস্তাব দিয়েছে।