শর্ত মেনে ভারতে ফিরছে BGMI, সারাদিন খেলা যাবে না, রক্তের রঙ হবে হলুদ ও সবুজ
কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার কারণে, 'Battlegrounds Mobile India' বা BGMI কে গতবছর ভারতে ব্যান করা হয়েছিল। কিন্তু এখন...কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞার কারণে, 'Battlegrounds Mobile India' বা BGMI কে গতবছর ভারতে ব্যান করা হয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে দীর্ঘ আট মাস পর ফের গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরের মতো অ্যাপ ডাউনলোডিং সাইটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে PUBG Mobile গেমের এই ভারতীয় সংস্করণের। যদিও এই দাবি আমাদের নয়। News18 তাদের একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করেছে যে, গেমটির মূল সংস্করণে কিছু পরিবর্তন আনার কারণে ভারত সরকার সাময়িকভাবে অর্থাৎ মাত্র তিন মাসের জন্য নিষেধাজ্ঞা তুলে পুনরায় অ্যাপটি ডাউনলোড ও ব্যবহার করার অনুমতি দিয়েছে।
রিপোর্টে অনুসারে, ক্র্যাফটন তাদের এই গেমিং অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে এবং সরকার প্রদত্ত যাবতীয় শর্তাবলী মেনে চলার আশ্বাস দিয়েছে। মূলত তারপরই গেমটির উপর থেকে সাময়িকভাবে ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, এমনটাই জানা যাচ্ছে। যদিও এদেশের BGMI প্লেয়ারদের জন্য এটি দুর্দান্ত খবর হলেও, কেন গেমটিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। কেননা গেমটি চীনের সার্ভারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখনও যোগাযোগ রাখছে বলে অভিযোগ রয়েছে।
BGMI -এর প্রত্যাবর্তন ঘটবে, তবে কিছু শর্ত পূরণের বিনিময়ে
দ্য নিউজ ১৮ -এর রিপোর্টে দাবি করা হয়েছে যে, ক্র্যাফটন ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। যেখানে, কিছু পরিবর্তনের সাথে সীমিত সময়ের জন্য গেমটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করা হয়। এক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্ত স্বরূপ ক্র্যাফটনকে BGMI গেমে যেসব পরিবর্তন আনতে বলা হয়েছে তা নিম্নরূপ:
খেলার সময় সীমাবদ্ধ করা হবে: গেমটিতে আনা পরিবর্তনগুলির মধ্যে অন্যতম একটি হল প্লে-টাইম সীমিত করার শর্ত। মূলত, যুব সম্প্রদায়ের মধ্যে গেমিংয়ের প্রতি আসক্তি সমস্যার সমাধানের জন্য খেলার সময়সীমার উপর বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। জানিয়ে রাখি, PUBG মোবাইল এবং BGMI গেমের প্রতি উচ্চ আসক্তির কারণে আত্মহত্যা ও খুনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আর তাই এই সকল ঘটনাকে সামনে রেখে, গেমাররা আর ২৪x৭ গেমটি খেলতে পারবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ডেভলপার সংস্থাটিকে গেমের প্লে-টাইম এবং প্লে-আওয়ারের লিমিট নির্ধারণ করতে হবে। যদিও গেমাররা কত ঘণ্টা গেমটি খেলতে পারবেন তা এখনো জানতে পারিনি আমরা।
রক্ত দেখানো যাবে না: গেমটিতে যে দ্বিতীয় পরিবর্তনটি ঘটবে তা হল রক্ত দেখানোর অ্যানিমেশন অপসারণ। গেমটির ডেভলপাররা সরকারি কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যে, গেমটিতে কোনোভাবেই রক্ত দেখানো হবে না। এক্ষেত্রে BGMI -এর কালার স্কিম পরিবর্তন করা হবে। যার পর গেমটিতে শুধুমাত্র হলুদ এবং সবুজ রঙের রক্ত প্রদর্শিত হবে (বর্তমানে চীনে উপলব্ধ সংস্করণের মতো)।
অভ্যন্তরীণ পরিবর্তন এবং সার্ভার: রিপোর্ট অনুসারে, সরকার ডেভলপারদের 'গেম অ্যাডিকশন' সমস্যার মোকাবিলা করতে এবং সাইবার থ্রেট বা অ্যাটাক রোধ করতে সার্ভার সহ গেমটিতে প্রাসঙ্গিক কিছু পরিবর্তন করতে বলেছে। আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, বেশ কিছু সময় পূর্বে গেমটির বিরুদ্ধে প্লেয়াররা গেম ফরম্যাটের প্রতি দারুণভাবে আসক্ত এবং আকৃষ্ট হয়ে হিংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে এমন অভিযোগ আনা হয়েছিল। এছাড়া, ভারতীয় গেমারদের উপর সাইবার-অ্যাটাক চালানোর জন্য প্রোফাইলিংয়ের মাধ্যমে ইউজার ডেটা সংগ্রহ করা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় বারংবার। তাই এই কারণগুলিকে সামনে রেখেই, ক্র্যাফটন -কে এইসকল বিষয় সংক্রান্ত নিশ্চিত সমাধানের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ পরিবর্তন এবং সার্ভার পরিবর্তন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ২০২২ সালের ২৮শে জুলাই BGMI গেমটিকে হঠাৎ করে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিছু সময় পর্যন্ত গেমটির অপসারণের কারণ অজানা ছিল। যদিও পরে, RTI করে জানা যায় 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়' বা 'মিনিস্ট্রি অফ হোম অ্যাফিয়ার্স' (MHA) -এর অনুরোধে 'মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি' (MeitY) দ্বারা BGMI কে নিষিদ্ধ করা হয়েছে।
দ্য নিউজ ১৮ তাদের রিপোর্টে 'Battlegrounds Mobile India' ওরফে BGMI এর ফিরে আসার দাবি করা হলেও, ক্র্যাফটন বা ভারত সরকারের থেকে পক্ষ থেকে কিছু জানানো হয়নি।