ভারতীয় গেমারদের সুদিন ফেরাতে ১২৪০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে Battlegrounds Mobile India

‘Battlegrounds Mobile India’ (BGMI), ‘Callisto Protocol’, ‘Road to Valor: Empires’, এবং ‘Defence Derby’ -এর মতো জনপ্রয় গেমগুলির নির্মাতা সংস্থা Krafton সম্প্রতি ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ…

‘Battlegrounds Mobile India’ (BGMI), ‘Callisto Protocol’, ‘Road to Valor: Empires’, এবং ‘Defence Derby’ -এর মতো জনপ্রয় গেমগুলির নির্মাতা সংস্থা Krafton সম্প্রতি ভারতীয় গেমিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করার কথা ঘোষণা করল। ডেভলপার সংস্থাটি আগামী ২-৩ বছরের মধ্যে ভারতে ১৫০ মিলিয়ন ডলার বা প্রায় ১,২৪০ কোটি টাকা বিনিয়োগ করবে। মূলত এদেশের গেমিং ও স্টার্টআপ ইকোসিস্টেমকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিতে এই বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, Krafton বিগত তিন বছরে মোট ১১টি ভারতীয় স্টার্টআপ কোম্পানি এবং গেমিং ইন্ডাস্ট্রিতে ১৪০ মিলিয়ন ডলার বা প্রায় ১,১৬০ কোটি টাকা ঢেলেছে।

যদিও তিন বছর আগে অর্থাৎ ২০২০ সাল ক্রাফটনের জন্য খুব একটা ভালো কাটেনি। কেননা তখন চীনকে বেআইনিভাবে ভারতীয় ইউজারদের তথ্য বিক্রি করার অভিযোগে ‘ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ২০০০ ধারার ৬৯এ’ -এর অধীনে এদেশের কেন্দ্রীয় সরকার ক্রাফটনের গেমিং অ্যাপগুলিকে‌ ব্যান করে। যদিও তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। সংস্থাটি দীর্ঘ সময় ধরে সরকারি আধিকারিকদের সাথে ধারাবাহিকভাবে আলাপ-আলোচনা করার পর অবশেষে দেশে পুনরায় ফিরে আসতে পেরেছে। মনে হয়, ভারতের মতো বিশাল তথা জনবহুল দেশকে এতো সহজে হাতছাড়া করতে রাজি ছিল না ক্রাফটন। তাই জন্য এতো কাঠ-খোর পোড়ানো…

প্রসঙ্গত, PUBG গেমের ভারতীয় সংস্করণ Battlegrounds Mobile India (BGMI) শুধুমাত্র ভারত থেকেই ১৭৫ মিলিয়ন ইনস্টলেশনের রেকর্ড গড়েছে, যা কিনা বিশ্বব্যাপী ইনস্টলেশনের ২৪%। অতএব ভারতের মতো বৃহৎ গেমিং বাজার হাতছাড়া করা বোকামো হতো, তা ভালোই উপলব্ধি করেছিল ক্রাফটন। তাই হয়তো ভারত সরকারকে খুশি করতে বা তাদের সন্দেহ-দৃষ্টি থেকে বেরোনোর উদ্দেশ্যে সংস্থাটি তাদের সার্ভার চীন থেকে দক্ষিণ কোরিয়ায় স্থানান্তরিত করার পরিকল্পনা করছে।

উল্লেখ্য, BGMI ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি তথা ভারতীয় গেমারদের মধ্যে সবচেয়ে পছন্দের ব্যাটেল রয়্যাল গেম। এটি গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ১০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এবং অ্যাপ স্টোর (App Store) -এ ১ নম্বরে ট্রেন্ড করছে।