BGMI কবে ভারতে লঞ্চ হচ্ছে? কি কি পরিবর্তন দেখা যাবে জেনে নিন

BGMI বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। গেম নির্মাতা সংস্থা ক্রাফটন...
techgup 20 May 2023 4:37 PM IST

BGMI বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। গেম নির্মাতা সংস্থা ক্রাফটন গতকাল ভারতে এর একটি টিজার প্রকাশ করেছে। যারপর থেকে আশা করা হচ্ছে যে, শীঘ্রই এদেশের গেমাররা বিজিএমআই ডাউনলোড করতে পারবেন এবং খেলতে পারবেন। এমনকি ক্রাফটন ইন্ডিয়ার সিইও শন হুনিল সোহান ইঙ্গিত দিয়েছেন যে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া শীঘ্রই ডাউনলোডের জন্য উপলব্ধ হবে।

BGMI ভারতে কোন তারিখে ফিরে আসবে

যদিও ক্রাফটন এখনও Battlegrounds Mobile India গেমের লঞ্চের সঠিক তারিখ প্রকাশ করেনি, তবে গেমটি ১৮ জুন থেকে ডাউনলোড করা যাবে বলে কিছু রিপোর্টে মনে করা হচ্ছে।

Battlegrounds Mobile India গেম তিন মাসের জন্য খেলা যাবে

প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর টুইটারে নিশ্চিত করেছেন যে বিজিএমআই গেমটি শুরুতে তিন মাসের জন্য উপলব্ধ থাকবে। এরপর সব কিছু ঠিক থাকলে পুনরায় আবার গেমটিকে স্থায়ীভাবে এদেশে চালু করা হবে।

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে এই পরিবর্তনগুলি থাকবে

ভারত সরকারকে গেম নির্মাতা সংস্থা জানিয়েছে যে বিজিএমআই গেমে কোনও লাল রক্ত থাকবে না এবং এর রঙ পরিবর্তন করা হবে। মনে করা হচ্ছে রক্তের রঙ লাল থেকে নীল বা সবুজ করা হতে পারে।

BGMI গেমে সময়সীমা রাখা হবে। কয়েক ঘন্টা পরে স্বয়ংক্রিয়ভাবে গেমটি বন্ধ হয়ে যাবে। সরকার সংস্থাটিকে আরও কিছু পরিবর্তন করতে বলেছে, যাতে লোকেরা গেমটির প্রতি আসক্ত না হয় পড়ে।

Show Full Article
Next Story