Garena Free Fire India: শুরু হল গ্যারেনা ফ্রি ফায়ারের রেজিস্ট্রেশন

দীর্ঘদিন ভারতে ব্যান থাকার পর Garena Free Fire আজ ভারতে রি-লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই‌ Google Play Store-এ এর...
techgup 4 Sept 2023 12:59 PM IST

দীর্ঘদিন ভারতে ব্যান থাকার পর Garena Free Fire আজ ভারতে রি-লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই‌ Google Play Store-এ এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আর প্রি-রেজিস্ট্রেশনকারীরা আগামীকাল অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন। উল্লেখ্য, Garena Free Fire ভারতে ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে ব্যান হয়েছিল। এরপর সংস্থার তরফে এই গেমের নতুন ভার্সন হিসেবে Garena Free Fire Max ব্যাটেল রয়্যাল গেম নিয়ে আসা হয়, যা ইতিমধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে।

Garena Free Fire (গ্যারেনা ফ্রি ফায়ার ডাউনলোড কীভাবে করবেন)

Garena Free Fire অ্যাপ ডাউনলোড করতে চাইলে এখন আগ্রহীদের প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তারা ৫ সেপ্টেম্বর থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন।

Garena Free Fire এর জন্য প্রি-রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন।

এদিকে গ্যারেনা ফ্রি ফায়ার ভারতে পুনরায় Devil May Cry 5 নিয়ে এসেছে। এরজন্য তারা DMC Ring এর সাথে হাত মিলিয়েছে। এই ইভেন্টে অংশগ্রহণ করলে গেমাররা Devil May Cry এর বিভিন্ন আইটেম, যেমন আউটফিট, গান ও স্কিন জিতে নিতে পারবেন। এই ইভেন্ট ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

যাইহোক, আপনি যদি একজন মোবাইল গেমার হন এবং ব্যাটেল রয়্যাল গেম খেলতে পছন্দ করেন, তাহলে Garena Free Fire এর কামব্যাকের খবর আপনাকে নিশ্চয়ই আনন্দ দেবে। ইতিমধ্যেই ভারতে এই বিভাগে BGMI, Indus এর মতো গেম উপলব্ধ।

Show Full Article
Next Story