সুখবর, ভারতীয় গেমারদের জন্য দেশেই সার্ভার সেটআপ করছে Garena Free Fire India
দীর্ঘ আলাপ-আলোচনার পথ পেরিয়ে এসে অবশেষে সিঙ্গাপুর-ভিত্তিক গেম ডেভলপার সংস্থা Garena ভারতে তাদের জনপ্রিয় ভিডিও গেম Free...দীর্ঘ আলাপ-আলোচনার পথ পেরিয়ে এসে অবশেষে সিঙ্গাপুর-ভিত্তিক গেম ডেভলপার সংস্থা Garena ভারতে তাদের জনপ্রিয় ভিডিও গেম Free Fire লঞ্চ করতে চলেছে। তবে আনুষ্ঠানিকভাবে গেমটি চালু করার আগে বেশ কিছু প্রযুক্তিগত প্রস্তুতি নিতে ব্যস্ত সংস্থাটি। জানা গেছে এবার প্রত্যেক ভারতীয় গেমারদের নিরবিচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য সার্ভার সম্পূর্ণরূপে স্থানীয়করণের পরিকল্পনা করেছে Garena। এক্ষেত্রে সংস্থাটি শুরুতে তাদের গেম সার্ভার উত্তর প্রদেশে স্থাপন করতে চাইছিল। কিন্তু এখন তারা নভি মুম্বাইয়ে সার্ভার স্থানান্তর করতে চাইছে। এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা স্থানীয় নিয়ন্ত্রক স্ট্যান্ডার্ড মেনে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভারতে Free Fire লঞ্চ করার আগে মুম্বাইয়ে সার্ভার সেটআপ করার ঘোষণা করলো Garena
এই বিষয়ে গ্যারেনা জানিয়েছে যে, "ফ্রি ফায়ার ইন্ডিয়াকে, ভারতের সরকারি কর্তৃপক্ষ এবং এখানে আমাদের স্টেকহোল্ডারদের প্রয়োজনীয়তা ও চাহিদা পূরণ করার লক্ষ্যে সম্পূর্ণ স্থানীয় পরিকাঠামো বৈশিষ্ট্যযুক্ত করা হবে।"
জানিয়ে রাখি, গত বছর জুলাই মাসে ডেভলপার সংস্থা গ্যারেনা উত্তর প্রদেশ সরকারের সাথে একটি নন-বিনডিং (MoU) চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তি অনুসারে সংস্থাটি, গ্লোবাল এস্পোর্টস ইভেন্ট হোস্টিং পরিষেবা প্রদানের জন্য নয়ডায় নির্মিত ভারতের প্রথম হাইপারস্কেল ডেটা সেন্টার পার্ক ইয়োটা (Yotta) -তে নিজেদের সার্ভার পরিকাঠামো স্থাপন করবে। কিন্তু এখন জানা গেছে, নতুন সার্ভারটি উত্তর প্রদেশে নয় বরং নাভি মুম্বাই ভিত্তিক ইয়োটা ডেটা সার্ভিস ফেসিলিটিতে ইনস্টল করা হবে। বর্তমানে সার্ভার পরিকাঠামো তৈরীর কাজ চলমান আছে। এক্ষেত্রে উচ্চ স্ট্রিমিং ওয়ার্কলোড ক্যাপাসিটিতে সার্ভার যথাযথ পরিষেবা এবং নিরবিচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম কিনা তা যাচাই করতে বিভিন্নরকম পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।
মনে করা হচ্ছে, সার্ভার ইনস্টলেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে পুনরায় লঞ্চ করা হবে ফ্রি ফায়ার ইন্ডিয়া গেম। যার জন্য পুরো ভারতীয় গেমিং সম্প্রদায় চাতক চাহুনিতে অপেক্ষা করে আছে।
ভারতে Free Fire লঞ্চ করার ক্ষেত্রে ডেভলপার সংস্থা কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে?
ভারতে পুনরায় ফ্রি ফায়ার গেম চালু করার জন্য ডেভলপার সংস্থাকে দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে একাধিক বার সরকারি আধিকারিকদের সাথে মিটিংয়ে বসতে হয়েছে। যার পর গিয়ে এখন সংস্থাটি তাদের গেম লঞ্চ করার অনুমতি পেয়েছে। মূলত স্থানীয় প্রবিধান মেনে চলার কিছু শর্ত এবং সম্পূর্ণ স্থানীয় গেমিং অবকাঠামো সেটআপ করার প্রয়োজনীয়তাই এই বিলম্বের কারণ বলে জানা গেছে।
1) ভারতে স্থানীয়ভাবে গেমিং সার্ভারের পরিকাঠামো গঠন করার গ্যারেনা এবং ভারতীয় ই-স্পোর্টস ইন্ডাস্ট্রি উভয়ের জন্যই একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে সম্পূর্ণরূপে সার্ভার স্থানীয়করণের জন্য সংস্থাটিকে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করতে হয়েছে, যা গেমের রি-লঞ্চের সময় বিলম্বিত করেছে।
2) 2023 সালের ডিসেম্বর মাসে, গুগল (Google) -এর '90 ডে প্রি-রেজিস্ট্রেশন' নীতি লঙ্ঘনের অভিযোগে প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফ্রি ফায়ার গেম। যদিও কিছু সময় পর আবার এই অ্যাপ ডাউনলোডিং সাইটে পুনরায় তালিকাভুক্ত করা হয় গেমটি। তবে খুবই স্বল্প সময়ের মধ্যে আবারো সরিয়ে দেওয়া হয়।
3) Free Fire India গেমের লঞ্চ ক্রমাগত পিছিয়ে দেওয়ার কারণে এদেশের গেমিং সম্প্রদায় ধৈর্য ও আগ্রহ উভয়ই হারাতে বসেছে। এক্ষেত্রে সংস্থাটি কিছু সময় পরপর বিভিন্ন প্রকারের ঘোষণা করার মাধ্যমে গেমারদের উৎসাহ টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু এই নিয়ে দু'বার গ্যারেনা নির্ধারিত তারিখে গেম লঞ্চ করতে ব্যর্থ হয়েছে। আবারো যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তবে ভক্তদের মধ্যে নেতিবাচক প্রভাব পরার সম্ভাবনা ব্যাপক!