আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন। কারণ এই ডায়মন্ডের মাধ্যমে আপনি ইনগেম ভার্চুয়াল কারেন্সি অর্জন করার সুযোগ পেয়ে যান। আর এই ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে ইনস্টোর থেকে কিনে নিতে পারেন স্কিন, আউটফিট সহ একাধিক আকর্ষণীয় ইনগেম আইটেম। কিন্তু এই ডায়মন্ড আপনাকে কেনার জন্য নিজস্ব গ্যাঁটের খড়ি খরচ করতে হবে। তবে আপনি যদি চান সম্পূর্ণ বিনামূল্যে গেমটি খেলতে, তাহলে একমাত্র উপায় প্রতিদিনের Free Fire Redeem Codes ব্যবহার করে পুরস্কার অর্জন করা। শুধু মনে রাখবেন, এই কোডগুলি নির্দিষ্ট সময়ের জন্য বৈধ এবং একবারই ব্যবহারযোগ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে ফ্রি রিডিম কোডগুলি।
Garena Free Fire Redeem Codes for 25 August 2024
আজ অর্থাৎ ২৫ আগস্টের গারেনা ফ্রি ফায়ার রিডিম কোড হল – FF34-BN76-OP90
- GG45-KJ87-MN09
- HH56-LP43-DF76
- JJ67-HG89-VF34
- KK78-JU65-GT54
- LL89-KI87-HY65
- MM90-LO76-GH54
- NN12-KJ98-ER32
- OO23-HG65-FD21
- PP34-UJ76-YT56
- QQ45-MK76-NB67
- RR56-PL09-HG78
- SS67-LOP4-JU76
Free Fire Max Redeem Code for 25 August Indian Server
গারেনা ফ্রি ফায়ার ম্যাক্সের ২৫ আগস্টের রিডিম কোডগুলি হল – FF34-AZ56-R7T8
88YT-GV34-ER45
T66B-UJH8-7G6F
C45X-SER8-U9HJ
Q23F-DSW3-45EE
P9OL-KM88-UY76
TT67-VG56-JH87
KL56-BV56-FG76
YH77-HJ56-DX34
CF34-GH87-JK89
কিভাবে গারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ব্যবহার করবেন
- প্রথমেই আপনাকে গারেনার অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ ঢুকে Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার আইডি ব্যবহার করে লগ-ইন করতে হবে।
- কিন্তু মনে রাখবেন কোনো গেস্ট একাউন্ট থেকে লগ-ইন করলে কিন্তু হবে না।
- তারপর আপনার সামনে যে পেজ খুলবে সেখানে উপরোক্ত রিডিম কোডগুলি থেকে পছন্দের কোড বেছে নিয়ে টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘ওকে’ বটনে ক্লিক করুন।
- এখানেই আপনার রিডিম পদ্ধতি শেষ। কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে 24 ঘণ্টার মধ্যে চলে আসবে পুরস্কার।