গারেনা ফ্রি ফায়ার-এর মতো জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেমে প্লেয়ারদের সর্বক্ষণ ব্যস্ত রাখার জন্য প্রস্তুতকারী সংস্থাটি প্রতিদিন রিলিজ করছে ১২ ডিজিটের Redeem Codes। আর এই কোড ব্যবহার করে Garena Free Fire ও Free Fire Max গেমাররা বিনামূল্যে জিতে নিতে পারছেন আকর্ষণীয় বিভিন্ন ইনগেম আইটেম, যা খেলায় তাদের স্কোর বাড়াতে সাহায্য করবে। তাই এই কোড ব্যবহারের জন্য গেমারদের মধ্যে এক প্রতিযোগিতা লেগেই থাকে। কারণ প্রথম ৫০০ জন প্লেয়ারই এই কোড ব্যবহার করে পুরস্কার জেতার অধিকারী হন। তবে আনন্দের খবর হলো, এই কোডগুলি প্রতিদিনই রিলিজ করা হয়। কিন্তু একদিনের কোড পরের দিন আর ব্যবহারযোগ্য থাকে না। তাই আজকের রিলিজ হওয়া কোডগুলি ব্যবহার করে পুরস্কার জিততে ঝটপট প্রতিবেদনটি পড়ে ফেলুন।
Garena Free Fire Redeem Codes for 26 August 2024
আজ অর্থাৎ ২৬ আগস্টের গারেনা ফ্রি ফায়ার রিডিম কোড হল – AY12-4GHJ-R8YH
- BB34-FG76-XD23
- CQ45-VFR3-7UIK
- DR56-HYT5-6MNB
- ES67-UI89-WQ12
- FT78-KLO9-ZX34
- GU89-POL7-CV56
- HV90-MNB6-VGFR
- IW01-ASD4-TG56
- JX23-DFE3-GH78
- KY34-QWE2-HJ45
- LZ45-YUI6-OL90
- MA56-RT56-YU78
- NB67-IK89-OP12
- OC78-LP90-ZA34
- PD89-MJ76-KL56
Free Fire Max Redeem Codes Today for Indian Server
গারেনা ফ্রি ফায়ার ম্যাক্সের ২৬ আগস্টের রিডিম কোডগুলি হল – 7GKP1XW9CTZRAQF2
- M8VWQ6L2BDJY5TPH
- X3RZ7KMFWGPC2Y19
- H4BPJWQT9CZ7Y28L
- F6VZG93XPNWQJ5R2
- T8YF1GWB3XZQKJ5H
- P2L9XRY4ZJM7KTQF
- C6HPZ5M7QY92RFJW
- Q4JWPLZ8K9FYT2XR
- Z7VQLB6T9P8JWR2F
- J2FRK6B7XQ9MPTWZ
কীভাবে গারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ব্যবহার করবেন
প্রথমেই আপনাকে ঢুকতে হবে গারেনার অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ।
তারপর Facebook, Google, Twitter বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার আইডি ব্যবহার করে লগ-ইন করুন। কিন্তু মনে রাখবেন কোনো গেস্ট একাউন্ট থেকে লগ-ইন করলে কিন্তু হবে না।
এবার আপনার সামনে যে পেজ খুলবে সেখানে উপরোক্ত রিডিম কোডগুলি থেকে পছন্দের কোড বেছে নিয়ে টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘ওকে’ বটন টিপুন।
ব্যাস, আপনার রিডিম পদ্ধতি এখানেই সমাপ্ত। চিন্তা করবেন না, কোড রিডিম হয়ে গেলে ইনগেম মেল সেকশনে 24 ঘণ্টার মধ্যে চলে আসবে পুরস্কার।