ভারতে নিষিদ্ধ হচ্ছে এই তিন ধরনের Online Game, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজিব চন্দ্রশেখর
ভারতে এবার কিছু Game -এর 'গেম ওভার' হতে চলেছে, হ্যাঁ এমনটাই বলেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী...ভারতে এবার কিছু Game -এর 'গেম ওভার' হতে চলেছে, হ্যাঁ এমনটাই বলেছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজিব চন্দ্রশেখর। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবার দেশে বেশ কিছু গেম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। মূলত টাকা দিয়ে খেলতে হয় অথবা ব্যবহারকারীদের জন্য ক্ষতিকারক বা আসক্তির কারণ হয়ে দাঁড়ায় এমন গেমগুলিকে নিষিদ্ধ করা হবে। উল্লেখ্য, Online Game নিয়ে কেন্দ্রীয় সরকার নতুন আইন তৈরি করেছে বলে কিছু মাস আগে শোনা গিয়েছিল।
চন্দ্রশেখর আরো জানিয়েছেন যে, নিয়ম জারি করার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে, সঠিক গেমগুলিকে অনুমোদন দেওয়ার জন্য একটি স্বনিয়ন্ত্রক সংস্থা গঠন হওয়া উচিত। আর যেহেতু স্বনিয়ন্ত্রক সংস্থা তৈরি হতে ৯০ দিন অপেক্ষা করতে হবে, তাই এই বিষয়ে সরকার ঠিক করবে কোনটি ঠিক এবং কোনটি ঠিক নয়। এখন দেখার নিয়ম মেনে কোন গেমগুলি ভারতে ঠিকতে পারে।
আপাতত AI-এর জন্য চাকরির উপর কোনো প্রভাব পড়বে না
ইলেকট্রনিক্স এবং আইটি-মন্ত্রী জানিয়েছেন যে, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা অন্য কোনো প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে। আর যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিটি যথেষ্ট উন্নত হলেও এটি এখনো যুক্তি দিয়ে পরিস্থিতি পরিচালনা করতে সক্ষম নয়, তাই কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী কয়েক বছর চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
তবে আগামী ৫ থেকে ৭ বছর পর এমনটা ঘটতে পারে বলে জানিয়েছেন চন্দ্রশেখর। তার মতে, এআই হোক অথবা অন্য কোন প্রযুক্তি, মানুষের ক্ষতির সম্ভাবনা থাকলে সরকার নিজে তা নিয়ন্ত্রণ করবে। আর এটি একটি নতুন দর্শন, যা ২০১৪ সালে শুরু হয়েছিল। এক্ষেত্রে ডিজিটাল নাগরিকদের সুরক্ষা প্রদান করাই সরকারের এই দর্শনের নীতি।