পাত্তা পাবেনা BGMI! তরুণ প্রজন্মের মনে সাড়া ফেলতে হাজির সম্পূর্ণ দেশীয় ব্যাটেল গেম Indus
নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েও ভারতের তরুণ প্রজন্মের মনে একটা বড় জায়গা ধরে রেখেছে BGMI বা Battlegrounds Mobile...নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েও ভারতের তরুণ প্রজন্মের মনে একটা বড় জায়গা ধরে রেখেছে BGMI বা Battlegrounds Mobile India গেমটি – বারবার সরকারি বিধিনিষেধের মুখে পড়েও এর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। যদিও ইতিমধ্যে BGMI-এর অনেক বিকল্প বাজারে উপলব্ধ হয়েছে, কারণ এদেশে ব্যাটেল রয়্যাল ভিডিও গেমগুলির চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। সেক্ষেত্রে এই বহুল আলোচিত গেমটির সাথে পাল্লা দিয়ে গেমারদের মনে জায়গা করে নিতে এবং 'মেক-ইন-ইন্ডিয়া' প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে আবারও একটি দেশীয় গেম আত্মপ্রকাশ করতে চলেছে। দীর্ঘ চর্চার পর, সম্প্রতি ভারতীয় কোম্পানি SuperGaming-এর নতুন ব্যাটেল রয়্যাল গেম Indus-এর ক্লোজড বিটা টেস্টিং শুরু হয়েছে, যা খুব শীঘ্রই গেমপ্রেমীদের আঙুলের ডগায় হাজির হবে। আপাতত নির্বাচিত কিছু জন বিটা প্রোগ্রামের অংশ হয়ে এটি ডাউনলোড করতে ও খেলতে পারবেন।
আসছে নতুন গেম Indus, শুরু হয়ে গেল বিটা টেস্টিং
যেমনটা শুরুতেই বলেছি, এই মুহূর্তে আসন্ন ইন্দাস নামের ব্যাটেল গেমটি কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষদের জন্য উপলব্ধ হয়েছে। গেম ডেভেলপার স্টুডিও, আগ্রহী প্লেয়ারদের তার 'টেক ফেস্ট ০১' (Tech Fest 01) প্রোগ্রামের অংশ হতে উৎসাহিত করেছে, যাতে তারা গেম খেলার দরুন তাদের অভিজ্ঞতার কথা বা প্রতিক্রিয়া জানাতে পারে। এছাড়াও, বিটা প্লেয়ারদের গেমটিতে উপস্থিত বাগ সম্পর্কে আপডেট দিতেও বলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গেমটি শুধুমাত্র ইন্দাস ডেভেলপার, নির্বাচিত প্লেয়ার এবং কমিউনিটি মেম্বাররা ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ক্লোজ বিটা প্রোগ্রামে যুক্ত হয়ে ইন্দাস গেম ডাউনলোড করতে চান, তবে আপনাকে ডেভেলপার প্রদত্ত একটি গুগল ফর্ম (Google form) ফিল-আপ করতে হবে এবং আপনার অ্যাপল আইডি (Apple ID) বা গুগল প্লে আইডি (Google Play ID)-এর সাথে লিঙ্কড্ ইমেইল আইডিটি শেয়ার করতে হবে৷
এছাড়া ওই ফর্মটিতে নাম, ডিসকর্ড আইডি, মোবাইল অপারেটিং সিস্টেম (অ্যান্ড্রয়েড নাকি আইওএস), ফোন প্রস্তুতকারক ব্র্যান্ডের নাম, ফোন মডেল, র্যাম এবং মোবাইল নম্বরের মতো তথ্যও দিতে হবে। আর এসবের পর, গেমটি ডাউনলোড করতে আপনাকে সুপারগেমিং কোম্পানির ডিসকর্ড চ্যানেলে যোগ দিতে হবে, যাতে আপনি তাদের ডেভেলপারের সাথে গেম সম্পর্কিত মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।
ফোন ছাড়া কনসোল ও পিসিতেও খেলা যাবে Indus Battle Royal গেম
ইন্দাস এমন একটি ব্যাটেল রয়্যাল গেম, যেখানে ভারতীয় সংস্কৃতির ভিত্তিতে চরিত্র এবং গেমের পটভূমি নির্মাণ করা হয়েছে। এই ব্যাটেল রয়্যাল গেমটিতে প্লেয়ারদের কসমিয়াম (Cosmium) অর্জন করাই মূল লক্ষ্য হবে। এক্ষেত্রে মোবাইল প্ল্যাটফর্ম দিয়ে গেমটির যাত্রা শুরুর পরে, ডেভেলপাররা এটিকে পিসি এবং কনসোলেও লঞ্চ করার পরিকল্পনা করছেন।