নস্টালজিক হবেন আপনিও! Nothing ফিরিয়ে আনল জনপ্রিয় স্নেক গেম
অবসর সময় কাটানোর জন্য বেশ ভালো উপায় হতে পারে এই স্নেক গেম উইজেট। এদিন নাথিংয়ের হাত ধরে প্রত্যাবর্তন হল এই আইকনিক গেমটির। ডাউনলোড করতে পারবেন, বন্ধুদের পাঠাতে পারবেন চ্যালেঞ্জ।
Nothing ফোনে এবার খেলা যাবে জনপ্রিয় স্নেক গেম। নস্টালজিয়া উস্কে পুনরায় গেমটি নয়া রূপে প্রকাশ করল সংস্থা। ভারতে এই গেম উইজেট চালু করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন। কমিউনিটি মেম্বার রাহুল জনর্ধনন এবং থমাস লেজেন্ড্রির সঙ্গে হাত মিলিয়ে গেমটি আত্মপ্রকাশ করেছে সংস্থা। সরাসরি ফোনের হোম স্ক্রিন থেকেই অ্যাক্সেস করতে পারবেন স্নেক গেম উইজেট (Snake Game)।
যাদের সঙ্গে এই গেমটির প্রত্যাবর্তন করেছে অর্থাৎ রাহুল জনর্ধনন, তিনি পরিচিত উইজেট কনসেপ্ট তৈরি করার জন্য এবং থমাস লেজেন্ড্রি, যিনি আগে Ear (ওয়েব) এবং সাইমন গিল্ফ গেমের মতো প্রজেক্টে কাজ করেছেন। কীভাবে ডাইনলোড ও গেমটি খেলবেন জেনে নিন।
নাথিংয়ের নতুন Snake Game
গুগল প্লে স্টোরে নাথিং কমিউনিটি উইজেট অ্যাপ থেকে এই স্নেক গেমটি ডাউনলোড করতে পারবেন। ইন্সটল হওয়ার পর এটি হোম স্ক্রিনে যুক্ত হবে। যদি না হয়, তাহলে Nothing Launcher আপডেট করতে হবে। নাথিং ওএস ৩ বিটা ইউজারদের ফোন রিবুট করতে হতে পারে।
কীভাবে খেলবেন?
গেমটি ওপেন করে বিভিন্ন দিকে সাপকে ঘোরাতে হবে খাবার সংগ্রহ করার জন্য। যত বেশি স্কোর হবে ততই সাপের গতি বাড়বে। আরও শক্ত হয়ে উঠবে গেমটি। ডবল ট্যাপ করে পজ করতে পারেন এবং স্কোর যাচাই করতে পারবেন।
এই স্নেক গেম উইজেট ভারতের সমস্ত নাথিং ইউজারদের জন্য উপলব্ধ। তবে এটির সাইজ তুলনামূলক ছোট। পাশাপাশি এই গেমটি খেলার জন্য আপনার নাথিং ওএস ৩.০ আপডেটের প্রয়োজন নেই। যারা ফাঁকা সময়ে টুকিটাকি গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য উপযুক্ত হতে পারে এই স্নেক গেম।
অবসর সময় কাটানোর জন্য বেশ ভালো উপায় হতে পারে এই স্নেক গেম উইজেট। এদিন নাথিংয়ের হাত ধরে প্রত্যাবর্তন হল এই আইকনিক গেমটির। ডাউনলোড করতে পারবেন, বন্ধুদের পাঠাতে পারবেন চ্যালেঞ্জ।