Online Gaming পরিণত হল চরম দুঃস্বপ্নে, ৯৬ লক্ষ টাকা ঋণে জর্জরিত মেধাবী আইআইটি ছাত্র

বর্তমানে ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় Online Gaming ভারতের যুবসমাজের কাছে একটি অন্যতম বিনোদনের উৎস হয়ে উঠেছে। যদিও, আপাত দৃষ্টিতে অনলাইন গেমিং মজাদার…

Online Gaming Bihar Intelligent Student Into Rs 96 Lakh Debt

বর্তমানে ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার ব্যাপক বেড়ে যাওয়ায় Online Gaming ভারতের যুবসমাজের কাছে একটি অন্যতম বিনোদনের উৎস হয়ে উঠেছে। যদিও, আপাত দৃষ্টিতে অনলাইন গেমিং মজাদার এবং উত্তেজনাপূর্ণ বলে মনে হলেও, আসলে এটি প্লেয়ারদের প্রবল আসক্ত করে তোলে। শুধু তাই নয়, বর্তমানে এর জন্য অনেক মানুষই বিভিন্ন ধরনের কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়ছেন। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটতে দেখা গেছে বিহারে, যেখানে ২২ বছর বয়সী এক ছাত্র অনলাইন গেমিং-এর প্রতি আকৃষ্ট হয়ে আশ্চর্যজনক ভাবে হারিয়েছে ৯৬ লাখ টাকা।

হিমাংশু মিশ্র নামের এক ২২ বছর বয়সী ছাত্র সম্প্রতি অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে পড়ে। আর অনলাইন গেমিংয়ের প্রতি তার অনিয়ন্ত্রিত ভালোবাসার ফলে সে ৯৬ লাখ টাকার দেনায় জড়িয়ে পড়ে।

রিপোর্ট অনুযায়ী, হিমাংশু অত্যন্ত মেধাবী। কারণ তিনি আইআইটি জেইই-র মতন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বরও পেয়েছিলেন। তার পরিবার তার একাডেমিক কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিতও ছিল। কিন্তু অনলাইন গেমিং-এর প্রতি আসক্তি নষ্ট করে দিতে চলেছিল তার ভবিষ্যৎ।

যদিও, হিমাংশু প্রথমে খেলার জন্য মাত্র ৪৯ টাকা খরচ করেছিল। তবে তার একটি ভুলের জন্যই তার জীবনে এই আর্থিক বিপর্যয় নেমে আসে। হিমাংশু তার ক্রমবর্ধমান ঋণ এবং গেমের প্রতি আসক্তির কারণে নিজের পরিবারের কাছ থেকেও টাকা চুরি করতে শুরু করে। সে তার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৮,০০০ টাকা এবং বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৮৮ লক্ষ টাকা কাউকে না জানিয়ে খরচ করে।

এমনকি সে তার বিটেকের ফি হিসেবে বরাদ্দ করা অর্থও খরচ করে ফেলে। এছাড়াও, সে দ্বিগুণ পরিমাণ অর্থ ফেরত দেবার প্রতিশ্রুতি দিয়ে এক বন্ধুর কাছ থেকে প্রথমে ২০,০০০ টাকা ধার নেয়। এবং পরবর্তীকালে সে না জানিয়ে বন্ধুর বোনের বিয়ের জন্য জমানো টাকাও চুরি করতে পিছুপা হয় না। এইভাবে সে প্রায় ৯৬ লক্ষ টাকা খরচ করে ফেলে।

এই অনলাইন গেমিংয়ের প্রতি আসক্তি শুধু হিমাংশু আর তার পরিবারকেই নয়, এমন অসংখ্য মানুষকে বিভিন্নভাবে ধ্বংস করে চলেছে। আর এই কারণেই প্রত্যেক বাবা-মায়ের উচিত অনলাইন গেমিংয়ের বিপদ সম্পর্কে নিজের সন্তানদের সতর্ক করা এবং যথাসম্ভব তাদের উপর নজর রাখা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন