PUBG Mobile এর কোম্পানি ভারতে আনল নতুন গেম Road to Valor: Empires, শুরু রেজিস্ট্রেশন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম তৈরির জন্য ইউজারমহলে বিশেষভাবে পরিচিত Krafton। সংস্থাটি এর...
techgup 24 Feb 2023 3:25 PM IST

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম তৈরির জন্য ইউজারমহলে বিশেষভাবে পরিচিত Krafton। সংস্থাটি এর আগে ভারতে PUBG Mobile এবং BGMI-এর মতো বিখ্যাত ব্যাটেল রয়্যাল গেম চালু করে রীতিমতো ধামাকার সৃষ্টি করেছিল। তবে সরকার উক্ত দুটি গেমকেই নিষিদ্ধ করে দেওয়ার ফলে এই মুহূর্তে এদেশের গেমিং দুনিয়া কিছুটা ঝিমিয়ে পড়েছে। তাই ভারতীয় গেমারদেরকে পুনরায় চাঙ্গা করে তুলতে খুব শীঘ্রই এদেশের মার্কেটে রোড টু ভ্যালর: এম্পায়ারস (Road to Valor: Empires) নামক একটি নতুন গেম নিয়ে আসতে চলেছে Krafton। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, Krafton-এর সহায়ক সংস্থা ড্রিমোশন (Dreamotion) এই নয়া গেমটিকে ডেভেলপ করেছে।

Road to Valor: Empires-এর প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে

আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে রোড টু ভ্যালর: এম্পায়ারস গেমটির প্রি-রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গেমটি গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) উভয়েই উপলব্ধ। আগামী ১৬ মার্চ, ২০২৩ থেকে প্লেয়াররা উক্ত গেমটিকে ডাউনলোড করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। বলে রাখি, যারা এই গেমটির জন্য প্রি-রেজিস্ট্রেশন করবেন, তারা কিছু ফ্রি বেনিফিট পেতে সক্ষম হবেন। গেম নির্মাতা সংস্থাটি জানিয়েছে যে, ভারতীয় প্লেয়ারদের কথা মাথায় রেখে রোড টু ভ্যালর: এম্পায়ারস-এ কিছু বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে হিন্দি ভাষার সাপোর্ট। এছাড়া, গেমাররা বেশ কিছু ইন-অ্যাপ রিওয়ার্ড পেতেও সক্ষম হবেন, যেগুলির দাম শুরু হচ্ছে ২৯ টাকা থেকে।

Road to Valor: Empires একটি PVP স্ট্র্যাটেজি গেম

ক্রাফটন আরও জানিয়েছে যে, রোড টু ভ্যালর: এম্পায়ারস একটি পিভিপি (PVP অর্থাৎ প্লেয়ার বনাম প্লেয়ার) স্ট্র্যাটেজি গেম, যেখানে ভারতীয় খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন প্রান্তের গেমারদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন। প্লেয়াররা এই গেমটি খেলে এক অনবদ্য অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন, তবে তা পাবজি মোবাইল এবং বিজিএমআই-এর থেকে সম্পূর্ণভাবে আলাদা হবে। তবে আসন্ন গেমটিকে দেখে মনে হতে পারে যে, এটি দ্য এজ অফ এম্পায়ারস (The Age of Empires) দ্বারা অনুপ্রাণিত। তাই পূর্বে যারা দ্য এজ অফ এম্পায়ারস গেমটি খেলেছেন, তারা রোড টু ভ্যালর: এম্পায়ারস খেলে অনেকটা একইরকম এক্সপেরিয়েন্স অর্জন করতে সক্ষম হবেন।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই টুইটার (Twitter)-এ রোড টু ভ্যালর: এম্পায়ারস গেমটির এক ঝলক দেখিয়েছে ড্রিমোশন। ২০২২ সালের মে মাসে এই গেমের একটি ট্রেলারও প্রকাশ করেছিল ডেভেলপার সংস্থাটি। আপনাদেরকে জানিয়ে রাখি, গেমটিতে একাধিক পৌরাণিক চরিত্র হাইলাইট করা হয়েছে। এর মধ্যে থেকে প্লেয়াররা নিজেদের পছন্দ অনুযায়ী কোনো-একটি ক্যারেক্টারকে বেছে নিতে পারবেন। গুগল প্লে-র ডেসক্রিপশন অনুযায়ী, এই গেমে অ্যাথেনা, ওডিন, মেডুসা, সিজার, মান্টিকোর, অ্যাচিলিসের মতো পৌরাণিক চরিত্রগুলিকে দেখা যাবে।

আদৌ কি এদেশে কামব্যাক করতে পারবে PUBG Mobile এবং BGMI?

প্রসঙ্গত বলে রাখি, Krafton-এর PUBG Mobile এবং BGMI এখনও ভারতে নিষিদ্ধ রয়েছে। কয়েক মাস আগে খবর পাওয়া গিয়েছিল যে, সংস্থাটি যাবতীয় সমস্যার সমাধান করে এদেশে উক্ত জনপ্রিয় গেমগুলিকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সাথে আলোচনা করছে। কিন্তু এই আলোচনার ফলাফল সম্পর্কিত কোনো তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে PUBG Mobile এবং BGMI আদৌ এদেশে কামব্যাক করতে পারবে কি না, সেটা একমাত্র সময়ই বলতে পারবে।

Show Full Article
Next Story