BGMI 2025 টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু কবে থেকে? দিনক্ষণ ও পুরস্কারের অঙ্ক জানাল Krafton

ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BGMI) 2025 গেমের টুর্নামেন্টের তারিখ ঘোষণা করল Krafton। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী তারা শীঘ্রই নাম লেখাতে পারবেন।

Suvrodeep Chakraborty 23 Dec 2024 3:57 PM IST

বছর গড়ালেই শুরু হবে BGMI 2025 টুর্নামেন্ট। এদিন গেমটির ডেভেলপার সংস্থা Krafton- এর পক্ষ থেকে রেজিস্ট্রেশনের দিনক্ষণ প্রকাশ করা হল। সম্প্রতি Krafton ইন্ডিয়া 2025 এর প্রথমার্ধের জন্য esports রোডম্যাপ উন্মোচন করেছে। যার মধ্যে রয়েছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া 2025 এর রেজিস্ট্রেশন শুরুর তারিখ।

BGMI 2025 সিরিজ রেজিস্ট্রেশন

BGMIS-এর জন্য রেজিস্ট্রেশন শুরু হবে 3 জানুয়ারি, 2025 থেকে। এই টুর্নামেন্টটি হতে চলেছে ব্যাটল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সিরিজের চতুর্থ সংস্করণ। টুর্নামেন্টের পুরস্কারও বাড়ানো হয়েছে। বিজয়ী পাবেন 2 কোটি টাকা পুরস্কার। উল্লেখ্য, আপনাদের জানিয়ে রাখি, শেষ টুর্নামেন্টটি জিতেছিল XSpark। এছাড়া, কলকাতায় BGIS 2024 LAN ইভেন্টের আয়োজন করতে চলেছে ক্র্যাফটন।

কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

এর জন্য Krafton India Esports ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে খেলোয়াড়রা আসন্ন KRAFTON esports ইভেন্টগুলির জন্য সাইন আপ করতে পারবেন। BGMIS ছাড়াও ক্র্যাফটনের আরও অনেক ইভেন্ট রয়েছে। নতুন রাইজিং স্টার প্রোগ্রাম ঘোষণা করেছে কোম্পানি। পাশাপাশি 2025 সালে ফিরছে জনপ্রিয় Esports College ক্যাম্পাস ট্যুর।

এই উদ্যোগের লক্ষ্য, দেশজুড়ে আরও কলেজের সাথে সংযোগ স্থাপন করা। আইআইটি দিল্লি, আইআইটি কানপুর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যে এই প্রোগ্রামে আগ্রহ জানিয়েছে।

প্রসঙ্গত, আরও এক জনপ্রিয় গেম Free Fire India এখনও দেশে নিষিদ্ধ রয়েছে। গেমটির ডেভেলপার সংস্থা Garena, বর্তমানে গেমটি পুনরায় চালু করার জন্য প্রস্তুতি শুরু করেছে। ভারতীয় গেমারদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হচ্ছে গেমটির নতুন সংস্করণ।

Show Full Article
Next Story