টেলিকম-আইটি সংস্থার মধ্যে সংঘাত! পিছিয়ে গেল Sony PlayStation 5-র লঞ্চ
Why Sony Playstation 5 Pro Not Coming in India - সোনি পিএস ৫ প্রো বাজারে আনার জন্য ওয়াইফাই ৭ প্রযুক্তির প্রয়োজন। কিন্তু সেই প্রযুক্তি নিয়ে একাধিক নিয়ন্ত্রক বিধিনিষেধ রয়েছে।
সোনির নতুন গেমিং কনসোল প্লেস্টেশন ৫ প্রো এই মাসে লঞ্চ হচ্ছে না। এদিন আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে জানাল সংস্থা। টেলিকম অপারেটর এবং আইটি সংস্থাগুলির মধ্যে সংঘাতের কারণে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ Sony PlayStation 5 Pro বাজারে আনার জন্য ওয়াইফাই ৭ প্রযুক্তির প্রয়োজন। কিন্তু সেই প্রযুক্তি নিয়ে একাধিক নিয়ন্ত্রক বিধিনিষেধ রয়েছে।
এদিন বিবৃতি জারি করে সোনি জানায়, পিএস ৫ প্রো কিছু দেশে (বর্তমানে ভারতও অন্তর্ভুক্ত) উপলব্ধ হবে না। কারণ সেখানে IEEE ৮০২.১১be (ওয়াইফাই ৭) এ ব্যবহৃত ৬ গিগাহার্টজ ওয়্যারলেস ব্যান্ড এখনও অনুমতি পায়নি। স্বাভাবিকভাবেই প্লেস্টেশন ৫ প্রো লঞ্চ না হওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।
টেলিকম সংস্থা ও আইটি সংস্থার মধ্যে সংঘাত
স্পেকট্রাম ব্যবহার নিয়ে আইনি লড়াই চলছে টেলিকম সংস্থা এবং আইটি সংস্থাগুলির মধ্যে। দ্য সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI), রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার পক্ষ নিয়ে জানিয়েছে যে, ৫জি পরিষেবার জন্য ৬ গিগাহার্টজ স্পেকট্রাম লাইসেন্স করা উচিত। অন্যদিকে আইটি সংস্থাগুলি এটি ওয়াইফাইয়ে ব্যবহারের জন্য লাইসেন্সবিহীন রাখার পক্ষে সমর্থন করেছে।
সেকেন্ড হ্যান্ড বাজারে পাওয়া যাচ্ছে প্লেস্টেশন ৫ প্রো?
আনুষ্ঠানিক ভাবে লঞ্চ না হলেও, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, থার্ডপার্টি রিটেলার এবং আফটারমার্কেট স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে প্লেস্টেশন ৫ প্রো। এটির আসল দাম ৫৮,০০০ টাকা। তবে দোকানদার তার চেয়ে বেশি দামে গেমিং কনসোলটি বিক্রি করছে বলে জানা গিয়েছে। এমনকী কোথাও কোথাও ১ লাখ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে এর দাম। তবে এই ধরনের আন-অফিশিয়াল সোর্স থেকে কিনলে মাথায় রাখতে হবে, গেমিং কনসোলের কোনও ওয়ারেন্টি পাওয়া যাবে না।
সোনি প্লেস্টেশন ৫ প্রো-এ নতুন কী?
এটি কোম্পানির সবচেয়ে উন্নত এবং উদ্ভাবনী কনসোল হার্ডওয়্যার বলে দাবি করা হয়েছে টেক মহলে। এটি ওয়াইফাই ৭ প্রযুক্তি বৈশিষ্ট্যযুক্ত। তাছাড়া প্লেস্টেশন ৫ প্রো স্ট্যান্ডার্ড প্লেস্টেশন ৫ এর তুলনায় জিপিইউ ইউনিটে ৬৭ শতাংশ বৃদ্ধি এবং রেন্ডারিংয়ে ৪৫ শতাংশ পর্যন্ত দ্রুত পারফরম্যান্স দিতে পারে।
Why Sony Playstation 5 Pro Not Coming in India - সোনি পিএস ৫ প্রো বাজারে আনার জন্য ওয়াইফাই ৭ প্রযুক্তির প্রয়োজন। কিন্তু সেই প্রযুক্তি নিয়ে একাধিক নিয়ন্ত্রক বিধিনিষেধ রয়েছে।