Android XR: নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করল গুগল, পাওয়া যাবে Gemini AI এর সাপোর্ট

অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে এক্সটেন্ডেড রিয়েলিটি অভিজ্ঞতার জন্য বিশেষভাবে ডিজাইন করা ফিচারগুলি পাওয়া যাবে।

Suman Patra 14 Dec 2024 12:01 AM IST

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। নয়া এই অপারেটিং সিস্টেম ডিজাইন করা হয়েছে এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং স্মার্ট চশমার জন্য। এতে গুগলের Gemini AI সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড এক্সআর আসন্ন মিক্সড রিয়েলিটি হেডসেট, স্মার্ট চশমা এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) ছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) -তে ব্যবহার করা হবে। উল্লেখ্য, Apple সম্প্রতি visionOS লঞ্চ করেছে, যা অ্যাপল ভিশন প্রো ডিভাইসের জন্য আনা হয়েছে।

Android XR এর ডেভেলপার প্রিভিউ

গুগল বৃহস্পতিবার অ্যান্ড্রয়েড এক্সআর-এর প্রথম ডেভেলপার প্রিভিউ রিলিজ করেছে, যা ডেভেলপারদের নতুন অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন এবং গেমগুলি ডেভেলপ করতে সাহায্য করবে। এই প্রিভিউ অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপারদের দ্বারা ব্যবহৃত টুল সাপোর্ট করে যেমন অ্যান্ড্রয়েড স্টুডিও, জেটপ্যাক কম্পোজ, এআরকোর, ওপেনএক্সআর এবং ইউনিটি।

অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমের ফিচার

অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা গুগলের জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে এক্সটেন্ডেড রিয়েলিটি অভিজ্ঞতার জন্য বিশেষভাবে ডিজাইন করা ফিচারগুলি পাওয়া যাবে।

এর অর্থ হল ব্যবহারকারীরা অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারবেন এবং বস্তু এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন। এছাড়াও, "সার্কেল টু সার্চ" ফিচারটি ব্যবহার করা যাবে, যেখানে কোনো ছবির মধ্যে থাকা নির্দিষ্ট অংশের চারপাশে গোল করে তার সম্পর্কে জানতে চাওয়া যাবে।

Show Full Article
Next Story