Google Scam Detection: কাজের মাঝে বিরক্তি 'স্প্যাম কল'! মুক্তি দিতে স্ক্যাম ডিটেকশন ফিচার আনল গুগল

দিনভর গুচ্ছের স্প্যাম কলে ভরে যায় ফোন। বিরক্তি হওয়ার পাশাপাশি ভয় থাকে প্রতারিত হওয়ারও। এবার এই সমস্যা থেকে মুক্তি দিতে নতুন স্ক্যাম ডিটেকশন ফিচার আনল গুগল।

Suvrodeep Chakraborty 14 Nov 2024 6:12 PM IST

স্প্যাম কলের জ্বালায় অতিষ্ট মোবাইল ব্যবহারকারীরা। গোড়া থেকে সেই সমস্যা মেটাতে এবার ময়দানে নামল গুগল। পিক্সেল স্মার্টফোনগুলিতে নতুন ফিচার আনল সংস্থা। এটি হল স্ক্যাম ডিটেকশন (Scam Detection)। রিয়েল টাইম স্প্যাম কল আটকাবে ফিচারটি। ফোন কলের সময় প্রতারণামূলক কলগুলির প্যাটার্ন অনুসরণ করবে গুগল। তারপর সেটি আসা মাত্র ডিসকানেক্ট করে দেবে নিজে থেকেই।

কীভাবে কাজ করে গুগলের স্ক্যাম ডিটেকশন?

যদি ফিচারটি সন্দেহজনক কিছু শনাক্ত করে, তখন এটি একটি শব্দ এবং ভাইব্রেশনের মাধ্যমে আপনাকে সতর্ক করবে। স্প্যাম কলের সতর্কতা দেওয়ার জন্য ফোনটি পরীক্ষা করার ব্যাপারে আপনাকে অনুরোধ করবে গুগল। তারপর ফোনে ভেসে উঠবে একটি বার্তা ‘সম্ভবত স্ক্যাম’। এখানে কলটি কেটে দেওয়ার এবং রিপোর্ট করার অপশন পাবেন ব্যবহারকারীরা।

উদাহরণস্বরূপ, যদি কেউ আপনাকে ব্যাঙ্কের কর্মী বলে দাবি করে, অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণে দ্রুত টাকা পাঠানোর জন্য অনুরোধ করে তখন সেটি বিশ্লেষণ করতে শুরু করবে স্প্যাম ডিটেকশন ফিচার। যদি ভুয়ো কল হয় তাহলে তখনই উপরোক্ত সম্ভবত স্ক্যাম - এই বার্তা চলে আসবে।

কারা কারা এই সুবিধা পাবেন?

এই ফিচারটি পিক্সেল ৯ সিরিজ, পিক্সেল ৬ থেকে পিক্সেল ৮এ মডেলগুলিতে পাওয়া যাবে। গুগল আশ্বস্ত করেছে যে যে আপনার কলগুলি সংরক্ষণ করা হবে না। তাই আপনার কথোপকথনগুলি সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে।

কীভাবে চালু করতে হবে ফিচারটি?

উক্ত স্মার্টফোনগুলিতে ডিফল্ট হিসাবে ফিচারটি পাওয়া যাবে। অর্থাৎ ফোন কেনার পর থেকেই পাওয়া যাবে। অ্যাপের সেটিংসে গিয়ে শুধু এটি অন/অফ করতে হবে আপনাকে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্যাম ডিটেকশন ফিচারটি ছাড়া শুরু করেছে গুগল। যারা গুগলের ইংরেজি-ভাষী ফোনের বিটা ভার্সনের অংশ। যদিও ভারতে কবে ফিচারটি চালু হবে তা এখনও স্পষ্ট করেনি সংস্থা।

Show Full Article
Next Story