Google Quantum Chip: কোটি কোটি বছরের কাজ মাত্র ৫ মিনিটে করবে গুগলের নতুন কোয়ান্টাম চিপ

যে কাজ করতে কোটি কোটি বছর লাগে, তা মাত্র ৫ মিনিটে সেরে ফেলবে গুগলের নতুন কোয়ান্টাম চিপ। সুন্দর পিচাই-এর ঘোষণায় অবাক করা প্রতিক্রিয়া দিলেন ইলন মাস্ক।

Suvrodeep Chakraborty 10 Dec 2024 7:07 PM IST

Google Willow Chip: গোলকধাঁধায় ভরা বিশ্বের একাধিক রহস্য। সেইসব উদ্ঘাটন করতে প্রযুক্তি সংস্থাগুলি বানিয়ে ফেলেছে সুপার কম্পিউটার। তবে এদিন গুগল দাবি করল, সুপার কম্পিউটারের থেকেও উন্নত চিপ তৈরি করেছে তারা। এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে নতুন কোয়ান্টাম চিপের ঘোষণা করেন সুন্দর পিচাই। নাম দেওয়া হয়েছে উইলো। তার এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন ইলন মাস্ক।

প্রযুক্তির দুনিয়ায় অসামান্য আবিষ্কার করার দৌড়ে কেউ কাউকে এক চুল জমি ছাড়ছে না। ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে এআই ভিত্তিক নানা টুল ও অ্যাপ। এবার তার মাঝে আত্মপ্রকাশ হল গুগলের নতুন কোয়ান্টাম চিপ। একটি ব্লগ পোস্টে এই চিপ সম্পর্কে বিরাট দাবি করেছে গুগল।

তথ্য প্রযুক্তি সংস্থাটি জানিয়েছে, উইলো পাঁচ মিনিটের কম সময়ের মধ্যে যে কাজ করতে পারে বর্তমান সময়ের দ্রুততম সুপারকম্পিউটারগুলির সেই কাজ করতে ১০ সেপ্টিলিয়ন (অর্থাৎ, ১০^২৫ বছর) বছর সময় লাগবে। সূত্রের দাবি, এখনই এটির বাণিজ্যিক প্রয়োগ করা হবে না। বরং ওষুধ, ব্যাটারি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে এই চিপ কাজে লাগাতে পারে গুগল।

অবাক হলেন ইলন মাস্ক

এক্স হ্যান্ডেলে সুন্দর পিচাই-এর পোস্ট রিপোস্ট করে তিনি শুধু একটি শব্দই লেখেন, “ওয়াও”। গুগলের এই অসামান্য আবিষ্কারে যে তিনি মুগ্ধ হয়েছে তার প্রতিক্রিয়া এই রিপোস্ট। এক্স হ্যান্ডেলে নতুন প্রযুক্তি আবিষ্কার ও তার ব্যবহার নিয়ে আলোচনাও করেন দু’জনে। যা নজর কেড়েছে অনেকের।

গুগলের দাবি, উইলোর পারফরম্যান্স অবিশ্বাস্য। এটি পাঁচ মিনিটের মধ্যে এমন কাজ সম্পন্ন করতে পারে, যা দ্রুততম সুপার কম্পিউটার ১০ সেপ্টিলিয়ন বছর সময় নেবে। অর্থাৎ প্রায় ১০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ বছর। যা - মহাবিশ্বের বয়সের চেয়ে অনেক বেশি। ১০৫ কিউবিট দিয়ে তৈরি এই কোয়ান্টাম চিপ। প্রযুক্তির দুনিয়ায় গুগলের অগ্রগতির ক্ষেত্রে যা বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন অনেকে।

Show Full Article
Next Story