- Home
- »
- প্রযুক্তি »
- ইলন মাস্কের নতুন বছরের উপহার, সবার জন্য...
ইলন মাস্কের নতুন বছরের উপহার, সবার জন্য বিনামূল্যে Grok AI চ্যাটবট
ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগে টুইটার) ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রোক এআই চ্যাটবট (Grok AI Chatbot) এখন সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে, অর্থাৎ ব্যবহারকারীরা কোনও অর্থ প্রদান ছাড়াই বিনামূল্যে গ্রোক এআই অ্যাক্সেস করতে পারবেন।
ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগে টুইটার) ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রোক এআই চ্যাটবট (Grok AI Chatbot) এখন সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে, অর্থাৎ ব্যবহারকারীরা কোনও অর্থ প্রদান ছাড়াই বিনামূল্যে গ্রোক এআই অ্যাক্সেস করতে পারবেন। এই এআই চ্যাটবট প্রথম 2023 সালে লঞ্চ হয়েছিল এবং এক্সের প্রিমিয়াম ইউজারেরা এতদিন এটি ব্যবহার করতে পারছিল। তবে এখন কোম্পানি এটিকে সমস্ত ধরনের ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে করে দিয়েছে। গ্রোক এআই এবার সরাসরি চ্যাটজিপিটি, জেমিনি এবং ক্লডের মতো চ্যাটবটগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে।
তবে কোম্পানির তরফে এখনও সবার জন্য গ্রোক এআই বিনামূল্যে ব্যবহার করতে দেওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে অনেক ব্যবহারকারী এক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন না কিনেও গ্রোক অ্যাক্সেস করতে পারছে বলে লাইভমিন্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে। আমাদের টিমের মেম্বাররাও সাবস্ক্রিপশন ছাড়াই এটি ব্যবহার করতে পেরেছেন।
ফ্রি ভার্সন ব্যবহারকারীরা যা করতে পারবেন
তবে জানিয়ে রাখি গ্রোক এআইয়ের ফ্রি ভার্সনে কিছু সীমাবদ্ধতা আছে। রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা প্রতি দুই ঘণ্টায় সর্বোচ্চ ১০টি মেসেজ পাঠাতে পারবেন এবং প্রতিদিন সর্বোচ্চ তিনটি ছবি নিয়ে কাজ করতে পারবেন।
এদিকে রিপোর্টে আরও বলা হয়েছে যে, গ্রোক বর্তমানে এক্স-এ ইনবিল্ট থাকলেও শীঘ্রই চ্যাটজিপিটি এবং জেমিনির মতো স্বতন্ত্র অ্যাপ হিসাবে এটি লঞ্চ হতে পারে। উল্লেখ্য, চ্যাটজিপিটি এবং জেমিনি ইতিমধ্যেই আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উপলব্ধ।
বর্তমানে, গ্রোক ফটো বিশ্লেষণ করতে পারে এবং এলন মাস্ক আরও ইঙ্গিত দিয়েছেন যে চ্যাটবটটি শীঘ্রই পিডিএফ এবং ওয়ার্ড ফর্ম্যাটের ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবে। এই ফিচার গ্রোককে বাজারে জনপ্রিয় হতে সাহায্য করতে পারে।
ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগে টুইটার) ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রোক এআই চ্যাটবট (Grok AI Chatbot) এখন সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে, অর্থাৎ ব্যবহারকারীরা কোনও অর্থ প্রদান ছাড়াই বিনামূল্যে গ্রোক এআই অ্যাক্সেস করতে পারবেন।