Aadhaar Card Update: আধার কার্ডের ঠিকানা ভুল? অনলাইনে বা অফলাইনে বা অ্যাপের মাধ্যমে পরিবর্তন করুন

বর্তমানে Aadhaar Card যেকোনো ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যা যেকোনো সরকারি বা বেসরকারি পরিষেবা পেতে গেলে...
techgup 18 Dec 2023 8:32 PM IST

বর্তমানে Aadhaar Card যেকোনো ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যা যেকোনো সরকারি বা বেসরকারি পরিষেবা পেতে গেলে নাগরিকদের ব্যবহার করতে হয়। তাই এই Aadhaar Card-এ যদি নাম বা ঠিকানার মতো তথ্য ভুল থাকে তাহলে সেটি ঠিক করে নেওয়া উচিত। আজ এই প্রতিবেদনে আমরা একটি বিশেষ কৌশলের সাহায্যে Aadhaar Card-এর ঠিকানা কীভাবে সংশোধন করা যায় সেই বিষয়ে বলবো।

কীভাবে অনলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন ?

  • প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। https://myaadhaar.uidai.gov.in/
  • তারপর আধার নম্বরের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন এবং "Get OTP"-তে ক্লিক করুন।
  • এবার প্রাপ্ত OTP লিখুন এবং "Login"-এ ক্লিক করুন।
  • এখন একটি নতুন পেজ খুলে যাবে, স্ক্রোল করে নিচে নামুন এবং "Address Update" অপশনটি বেছে নিন।
  • এরপর "Update Aadhar Online"-এ ক্লিক করুন।
  • "Process To Update Aadhaar"-এ ক্লিক করুন। এখানে একটি নতুন পেজ দেখতে পাবেন, যেখানে আপনি কি আপডেট করতে চান সেই অপশনটি নির্বাচন করতে হবে।
  • বর্তমান ঠিকানাটি খুঁজুন এবং নতুন ঠিকানা লিখুন, এবার "Details to be Updated"-এ ক্লিক করুন।
  • এবার সাবধানে নতুন ঠিকানাটি লিখুন এবং আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • এবার নেক্সট-এ ক্লিক করুন। এরপর সেখানে একটি SRN তৈরি হবে, যেটি ভবিষ্যতে কেউ রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।
  • ঠিকানা আপডেটের অনুরোধ করার জন্য ৫০ টাকা জমা দিতে হবে। একবার আবেদন করা হলে, একটি URN (Update Request Number) পাবেন, যেটি UIDAI ওয়েবসাইটে গিয়ে রিকুয়েস্ট স্ট্যাটাস ট্র্যাক করতে ব্যবহার করতে পারবেন। ঠিকানা পরিবর্তনের আবেদন করার ১০-১৫ দিনের মধ্যে আপডেট করা ঠিকানা আধার কার্ডে দেখা যাবে।

কীভাবে অফলাইনে আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন?

  • ঠিকানা পরিবর্তনের জন্য প্রথমে একটি পার্মানেন্ট এনরোলমেন্ট সেন্টারে (PEC) যান এবং আধার আপডেট ফর্ম (AUF) পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথি জমা দিন এবং আবেদন ফি প্রদান করুন।
  • এর পরে, আঙুলের ছাপ এবং IRIS স্ক্যান করুন।
  • সবকটি নির্দেশ পালনের পর যথা সময় আধার কার্ডে নতুন ঠিকানা দেখা যাবে।

mAadhaar অ্যাপের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করুন

  • mAadhaar অ্যাপের মাধ্যমে ঠিকানা আপডেট করার জন্য প্রথমে mAadhaar অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন।
  • তারপর অ্যাপটি খুলুন এবং আপনার আধার বিবরণ এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।
  • এবার "Login" অপশনে ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন।
  • একবার লগ ইন হয়ে গেলে "Update Address” অপশনে ট্যাপ করুন।
  • এরপর প্রয়োজনীয় স্থানে নতুন ঠিকানা লিখুন এবং প্রয়োজনীয় নথির একটি স্ক্যান কপি আপলোড করুন।
  • এবার "Submit" অপশনে ক্লিক করুন।
  • এক্ষেত্রেও, অনুরোধ জমা দেবার পর একটি URN দেওয়া হবে। যেটি mAadhaar অ্যাপের মাধ্যমে রিকুয়েস্ট স্ট্যাটাস ট্র্যাক করতে ব্যবহার করা যাবে। আর ঠিকানা পরিবর্তনের আবেদন করার ১০-১৫ দিন পর আপডেট করা ঠিকানা আধার কার্ডে প্রতিফলিত হবে।

Show Full Article
Next Story