Aadhaar Card Update: শেষ সুযোগ, আগামী ১৪ দিন বিনামূল্যে আপডেট করা যাবে আধার কার্ড

বর্তমানে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সবথেকে বড় পরিচয় পত্র হল তার Aadhaar Card। কারণ, এখন সরকারি হোক বা বেসরকারি...
techgup 1 Dec 2023 8:53 PM IST

বর্তমানে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সবথেকে বড় পরিচয় পত্র হল তার Aadhaar Card। কারণ, এখন সরকারি হোক বা বেসরকারি যাবতীয় কাজে এর গুরুত্ব অপরিসীম। যেহেতু সময়ের সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট সহ মানুষের সংবেদনশীল তথ্যাদির বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে থাকে, তাই নির্দিষ্ট সময় অন্তর Aadhaar Card আপডেট করার প্রয়োজন হয়। এই কারণেই সরকার জানিয়েছে যে, ১০ বছর অন্তর অন্তর বাধ্যতামূলক ভাবে প্রত্যেক ভারতবাসীকে নিজের এই ডকুমেন্টটি আপডেট করতে হবে। আর আপনি যদি Aadhaar Card আপডেট করতে চান, তাহলে তড়িঘড়ি এই কাজ সেরে ফেলুন। কারণ, চলতি বছরের ১৪-ই ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে এটি আপডেট করা যাবে।

আধার কার্ড আপডেটের প্রয়োজনীয় ডকুমেন্ট

আধার কার্ড আপডেটের জন্য দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের প্রয়োজন। এর মধ্যে প্রথমটি হল ব্যক্তির পরিচয় পত্র এবং দ্বিতীয়টি হল তার ঠিকানার প্রমাণ। সাধারণত, আধার আপডেটের জন্য আধার কেন্দ্রে ৫০ টাকা ফি জমা নেওয়া হয়। তবে, ইউআইডিএআই অনুসারে ১৪ ই ডিসেম্বর পর্যন্ত ব্যবহারকারীরা এই পরিষেবাটি পাবেন একদম বিনামূল্যে। উল্লেখ্য, পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড ব্যবহার করা যেতে পারে।

কি ভাবে Aadhaar Card আপডেট করবেন?

  • আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে মোবাইল বা ল্যাপটপ থেকে ইউআইডিআই ওয়েবসাইট খুলুন।
  • তারপর "আপডেট আধার" অপশনে ক্লিক করুন।
  • এখন আধার নম্বর দিয়ে ওটিপির মাধ্যমে লগইন করুন।
  • এরপর "ডকুমেন্ট আপডেট" অপশনে ক্লিক করুন এবং ভেরিফাই করুন।
  • এবার নীচের ড্রপ তালিকা থেকে পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণের স্ক্যান কপি আপলোড করুন। এবং "সাবমিট" অপশনে ক্লিক করুন।
  • এরপরে আপনি একটি রিকোয়েস্ট নম্বর পাবেন এবং ফর্মটি সাবমিট হয়ে যাবে। আর আপনি রিকোয়েস্ট নম্বর থেকে আপডেটের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। এর কয়েকদিন পরেই আপনার Aadhaar আপডেট হয়ে যাবে।

Show Full Article
Next Story