Earn Money App: ঘরে বসে দিনে হাজার টাকার বেশি আয় হচ্ছে এই অ্যাপ থেকে, ডাউনলোড করেছেন?

Earn Money Online Apps: ঘরে বসে টাকা রোজগার করতে কে না চায়? সুদূর অতীতে একটা সময়ে এরকম একটা ইচ্ছে সবার মনে থাকলেও তাকে...
techgup 4 Nov 2022 7:16 PM IST

Earn Money Online Apps: ঘরে বসে টাকা রোজগার করতে কে না চায়? সুদূর অতীতে একটা সময়ে এরকম একটা ইচ্ছে সবার মনে থাকলেও তাকে বাস্তবায়িত করা কার্যত অসম্ভব ছিল বললেই চলে। কিন্তু চলতি সময়ে ইন্টারনেটের সহজলভ্যতা এবং মানুষের হাতে হাতে স্মার্টফোন এসে যাওয়ায় এখন ঘরে বসে টাকা রোজগার করা অনেকের কাছেই রীতিমতো জলবৎ তরলং ব্যাপার হয়ে গিয়েছে। বর্তমানে অনলাইনে এমন অনেক অ্যাপ উপলব্ধ রয়েছে, যেগুলিকে কাজে লাগিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা আয় করছেন ইউজাররা (Earn Money Apps)। আর সবচেয়ে বড়ো কথা হল, এর জন্য বিশেষ কোনো শিক্ষাগত যোগ্যতা বা কর্মদক্ষতারও প্রয়োজন পড়ে না। ফলে চলতি সময়ে এই ধরনের অ্যাপগুলিকে ব্যবহার করে অনেকেই বেশ মোটা টাকা রোজগার করছেন। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে এমনই একটি অ্যাপের কথা জানাতে চলেছি, যেটির মাধ্যমে ঘরে বসেই টাকা উপার্জন করা যাবে।

অ্যাপের মাধ্যমে বাড়ি বসে অনলাইনে আয় করুন (Earn Money online from home using this app)

আজ আমরা আপনাদেরকে যে অ্যাপটির কথা জানাতে চলেছি, সেটির নাম হল Groww। এই ট্রেডিং অ্যাপটির মাধ্যমে ঘরে বসে মোটা টাকা আয় করতে পারবেন ইউজাররা। উল্লেখ্য যে, ইতিমধ্যেই অনেকেই এই অ্যাপ মারফত প্রচুর টাকা পেয়েছেন। তাই হলফ করে বলা যায় যে, আপনিও এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে বেশ অনেকটাই টাকা আয় করতে পারবেন। বেকার হোক কিংবা চাকুরিজীবী বা শিক্ষার্থী - সকলেই চলতি সময়ে অর্থ উপার্জনের জন্য এই অ্যাপটি ব্যবহার করার কথা ভেবে দেখতে পারেন। আর শুধু এই একটি অ্যাপ নয়, Groww-এর মতো বর্তমানে মার্কেটে আরও অনেক অ্যাপ উপলব্ধ রয়েছে, যেগুলির মাধ্যমেও ঘরে বসে অতি অনায়াসে টাকা রোজগার করা যেতে পারে। আসুন, Groww সহ এরকম আরও বেশ কয়েকটি অ্যাপ সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক।

Groww App কী?

অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) - উভয় প্ল্যাটফর্ম ইউজাররাই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে এই অ্যাপটি খুব সহজে ডাউনলোড করা যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এটি একটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাপ তথা একটি রেজিস্টার্ড SEBI ব্রোকার। এই অ্যাপ মারফত করা প্রতিটি ট্র্যানজাকশন ক্রমাগত মনিটর এবং রিভিউ করা হয়।

Groww অ্যাপ্লিকেশন থেকে কীভাবে অর্থ উপার্জন করা যাবে?

আমরা জানি স্টক মার্কেটে টাকা ঢেলে মানুষ বর্তমানে অনেক উপার্জন করছে। গ্রো অ্যাপ থেকেও এই কাজ করা যাবে। অর্থাৎ অ্যাপটি ডাউনলোড করে প্রথমে আপনাকে ওয়ালেটে পর্যাপ্ত টাকা ভরতে হবে এবং তারপর সেটিকে স্টক মার্কেটে খাটাতে হবে। এরপর চিরাচরিত নিয়ম অনুযায়ী, স্টক মার্কেট ওঠা-নামার ওপর আপনার অর্থ উপার্জনের পরিমাণ নির্ভর করবে। অর্থাৎ, আপনি কোন স্টকে এবং কীভাবে কতটা টাকা রেখেছেন, তার ওপর নির্ভর করে স্টক মার্কেটের নিরিখে আপনার হাতে টাকা আসবে। সোজা কথায় বললে, আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন, সেই অনুযায়ী আপনি টাকা উপার্জন করতে সক্ষম হবেন। তবে স্টক মার্কেট সম্পর্কে যারা ওয়াকিবহাল, তারা নিশ্চয়ই খুব ভালোভাবেই জানেন যে এই পদ্ধতিতে বেশ কিছুটা ঝুঁকি থেকেই যায়। নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে যেমন অনেকটা বেশি টাকা আসতে পারে, ঠিক তেমনিই বড়োসড়ো লোকসান হওয়ারও সমূহ সম্ভাবনা থাকে। তাই আপনি এই অ্যাপ ব্যবহার করে টাকা রোজগার করবেন কি না, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনার উপরই নির্ভর করছে।

Groww-এর মতো অন্য আর কোন কোন অ্যাপ্লিকেশন আপনাকে ঘরে বসে অর্থ উপার্জনে সহায়তা করতে পারে?

এক্ষেত্রে বলি, গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলির মাধ্যমে ঘরে বসে অতি সহজে টাকা রোজগার করা যেতে পারে। এর মধ্যে রয়েছে Roz Dhan, Meesho, PhonePe, TaskBucks, MooCash, Databuddy সহ আরও একাধিক অ্যাপ। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, অনলাইনে উপলব্ধ যে-কোনো অ্যাপ ব্যবহার করে অর্থ উপার্জনের আগে সেটির সম্পর্কে বিশদে জেনে নিয়ে তবেই পা বাড়ানো উচিত।

অনলাইন অ্যাপ থেকে কি সত্যিই মোটা টাকা আয় করা যায়?

হ্যাঁ, অবশ্যই করা যায়; তবে কতটা টাকা রোজগার করা যাবে, তা সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি কোন অ্যাপটি নির্বাচন করছেন তার ওপর। সেক্ষেত্রে যদি Groww অ্যাপের কথা ধরা হয়, তবে আগেই বললাম যে এক্ষেত্রে বেশ ঝুঁকি রয়েছে; তাই অনেক টাকা রোজগার কিংবা লোকসান দুই-ই হতে পারে। তবে আপনি যদি Meesho অ্যাপ ব্যবহার করেন, তাহলে একেবারেই কোনো ঝুঁকি নেই। কারণ, এখানে কেনাকাটার করার পাশাপাশি ইচ্ছেমতো কমিশন নিয়ে রিসেলিং বা প্রোডাক্ট বিক্রিও করতে পারবেন ব্যবহারকারীরা।

এই ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন থেকে কত টাকা উপার্জন করা যেতে পারে?

আগেই বলেছি যে, আপনি কোন অ্যাপ ব্যবহার করছেন, তার ওপর সম্পূর্ণভাবে আপনার রোজগারের পরিমাণ নির্ভর করবে। এ পর্যন্ত বিভিন্ন ইউজারদের কাছ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে গড় হিসাবে বলা যায় যে, অধিকাংশ ক্ষেত্রে ব্যবহারকারীরা প্রতিদিন হাজার টাকার বেশি আয় করতে সক্ষম হয়েছেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, এটি শুধুমাত্র একটি গড় হিসাব তথা অনুমান মাত্র; তাই এই টাকা যে নিশ্চিতভাবে রোজগার করা যাবে, সে ব্যাপারে একেবারেই কোনো নিশ্চয়তা নেই।

Show Full Article
Next Story