AI ট্রেনিংয়ের জন্য ব্যবহার হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, কীভাবে বন্ধ করবেন জেনে নিন

কোটি কোটি মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং তাদের ছবি থেকে ভাবনা শেয়ার করে। কিন্তু এই ব্যক্তিগত বিষয়গুলি...
techgup 27 July 2024 10:10 PM IST

কোটি কোটি মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এবং তাদের ছবি থেকে ভাবনা শেয়ার করে। কিন্তু এই ব্যক্তিগত বিষয়গুলি যদি কেউ আপনাকে না জানিয়ে তার কাজে লাগায়, তবে কি আপনার ভালো লাগবে? যদি না লাগে তাহলে জানিয়ে রাখি এই ধরনের কাজ করছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স, যার আগে নাম ছিল টুইটার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে যে, ব্যবহারকারীদের এক্স পোস্টগুলি ইলন মাস্কের এআই টুল, গ্রোক এআই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ, আপনার এক্স পোস্টটি এআই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতে পারে।

যদিও এক্স এর সাফাই, তারা ব্যবহারকারীদের না জানিয়ে এই কাজ করেননি। কারণ তাদের হেল্প পেজে‌ এই সম্পর্কে বলা হয়েছে। যদিও বিষয়টি সামনে আসার পর অনেক ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন। কিছু ব্যবহারকারী বলেছেন যে তাদের পোস্টগুলি তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। তাই চাপে পড়ে সোশ্যাল মিডিয়া সংস্থাটি জানিয়েছে যে ব্যবহারকারীরা গ্রোক এআইয়ের প্রশিক্ষণের জন্য তাদের ডেটা ব্যবহার বন্ধ করতে পারেন।

অবিলম্বে এক্স অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করুন

ব্যবহারকারীদের পাবলিক টুইট এবং তাদের কনভারসেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এআই চ্যাটবটগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তবে আপনি যদি চান এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। এর জন্য বড় স্ক্রিনে (ল্যাপটপ বা পিসি) আপনার অ্যাকাউন্ট লগইন করে এক্সের সেটিংসে যেতে হবে।

এরপর আপনাকে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে

  • এক্স ওয়েবসাইট ভিজিট করার পর আপনার অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগইন করুন।
  • এর পরে সেটিংসে যান এবং এখান থেকে প্রাইভেসি এবং সেটিংসে যেতে হবে।
  • এখানে গ্রোক সিলেক্ট করার পর ডিলিট কনভারসেশন হিস্ট্রি অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী স্ক্রিনে, ডিলিট ইউর ইন্টারঅ্যাকশন, ইনপুট এবং রেজাল্ট ডিলিট-এ ক্লিক করে পূর্ববর্তী ডেটা মুছতে পারেন।

Show Full Article
Next Story