মোবাইল ব্যবহারকারীদের জন্য Unique ID নম্বর জারি করছে মোদী সরকার, কী সুবিধা পাবেন?

Unique Mobile ID: এই এক দশকে মোদী সরকার, ভারতের নাগরিকদের জন্য একাধিক নতুন নিয়ম চালু করেছে, যার ফলে দেশের রোজনামচায় অনেক...
Anwesha Nandi 8 Nov 2023 5:35 PM IST

Unique Mobile ID: এই এক দশকে মোদী সরকার, ভারতের নাগরিকদের জন্য একাধিক নতুন নিয়ম চালু করেছে, যার ফলে দেশের রোজনামচায় অনেক বদল ঘটেছে। সেক্ষেত্রে ক্রমবর্ধমান মোবাইল স্ক্যাম এড়াতে এবং এই প্রযুক্তিনির্ভর জীবনে ফোন সংক্রান্ত তথ্য সহজে অ্যাক্সেসের সুবিধা দিতে এবার এদেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালু করতে চলেছে কেন্দ্র। এই নতুন অনন্য আইডি সিস্টেমটি মোবাইল ইউজারদের জন্য একটি আইডেন্টিফিকেশন কার্ড হিসাবে কাজ করবে এবং এতে ফোন কানেকশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকবে। সোজা কথায় বললে, এই নতুন মোবাইল ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরের ব্যাপারটি আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ অ্যাকাউন্টের (ABHA) অনুরূপ যাতে সমস্ত মেডিকেল রেকর্ড সেভ থাকে।

সরকারের নতুন ইউনিক আইডিতে কী অন্তর্ভুক্ত থাকবে?

কেন্দ্র সরকার কর্তৃক চালু হওয়া মোবাইল ইউনিক আইডি নম্বরটি প্রত্যেক ইউজারের ফোন এবং সিম কার্ডের সংখ্যা, কোন সিম কার্ড সক্রিয় এবং ব্যবহারকারীর নামে কতগুলি সিম কার্ড রেজিস্টার রয়েছে ইত্যাদি বিভিন্ন বিবরণ স্বতন্ত্রভাবে সংগ্রহ করবে। এই সিস্টেমের লক্ষ্য মোবাইল ইউজারের তথ্য সহজে অ্যাক্সেসের জন্য কেন্দ্রীভূত করা।

এই সিস্টেম লড়বে জালিয়াতি এবং স্প্যাম কলের বিরুদ্ধেও

শুধু ইউজারদের তথ্য সংগ্রহ বা সংরক্ষণই নয়, স্প্যাম কল এবং ডিজিটাল স্ক্যাম বৃদ্ধির বিষয়টিতেও কার্যকরী হবে ইউনিক আইডি নম্বর সিস্টেম, কারণ এটির উদ্দেশ্য ডিজিটাল সিকিউরিটি বাড়ানোও। এক্ষেত্রে এটি জাল সিম কার্ড এবং সিম কার্ডের বাল্ক ক্রয় শনাক্ত করবে এবং এই ধরণের কার্যকলাপ প্রতিরোধ করতে সহায়তা করবে৷ এই আইডি থাকলে নতুন সিম কানেকশনের জন্য করা আবেদন বা সিম কার্ড ট্র্যাক করাও সহজ হবে৷

কীভাবে পাবেন ইউনিক মোবাইল আইডি?

নতুন নিয়ম চালু হওয়ার পর, আপনি যখন একটি নতুন সংযোগের জন্য আবেদন করবেন তখন একটি আইডি নম্বর আপনাকে দেওয়া হবে।

Show Full Article
Next Story