Aadhaar Card: কীভাবে আধার কার্ড ব্যবহার করে ব্যাঙ্কের ব্যালেন্স চেক করবেন

পরিচয় নির্দেশের পাশাপাশি আধার কার্ড (Aadhaar Card) সরকারি যে কোনো সুযোগ-সুবিধা লাভের ক্ষেত্রেই আমাদের সকলের কাছে একটি...
SUPARNAMAN 1 Sept 2022 2:29 PM IST

পরিচয় নির্দেশের পাশাপাশি আধার কার্ড (Aadhaar Card) সরকারি যে কোনো সুযোগ-সুবিধা লাভের ক্ষেত্রেই আমাদের সকলের কাছে একটি অপরিহার্য নথি। নাগরিকত্ব প্রমাণেও এই নথির গুরুত্ব সমধিক। এরকম গুরুত্বপূর্ণ নথির সাথে আমাদের ঠিকানা, মোবাইল নম্বর থেকে শুরু করে বায়োমেট্রিক ডেটা প্রভৃতি তথ্য লিঙ্কড (Linked) থাকে, যা আজ আর কারোরই অজানা নয়। সাথেই আধার কার্ডের সাথে লিঙ্কড থাকে প্রতিটি নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। ফলত আধার কার্ড ব্যবহার করেই একজন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মজুত অর্থের পরিমাণ জেনে নিতে পারেন। ঠিক কিভাবে একাজ করতে হবে, বর্তমান প্রতিবেদনেই আমরা সেই উপায় পাঠকদের সামনে তুলে ধরবো।

আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকায় বাড়িতে বসেই কেউ নিজের আধার নম্বরকে কাজে লাগিয়ে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালান্স চেক করতে পারবেন। এজন্য ব্যাঙ্কের নির্দিষ্ট ব্রাঞ্চে দেখা করার যেমন কোনো প্রয়োজন নেই, তেমনি নির্দিষ্ট ব্যাঙ্কের ওয়েব পোর্টালে লগ-ইন (Log-in) না করেও স্রেফ এই পদ্ধতিতেই একজন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালান্স, যাচাই করতে পারবেন। সবথেকে বড় কথা হল, স্মার্টফোনের সঙ্গে সামান্য ফিচার ফোন ব্যবহার করেও এভাবে নিজস্ব অ্যাকাউন্ট ব্যালান্স জেনে নেওয়া যাবে।

আধার নম্বর ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালান্স জানতে নিচের ধাপগুলি অনুসরণ করুন (Check Bank Account Balance Using Aadhaar Number)

১। প্রথমেই নিজের রেজিস্টার্ড ফোন নম্বর থেকে ৯৯৯৯*১# ডায়াল করুন।

২। এবার আপনার ১২ -ডিজিটের আধার নম্বরটি এন্টার করুন।

৩। ভেরিফিকেশনের জন্য আধার নম্বরটি পুনরায় প্রদান করুন।

৪। এর ফলে ইউআইডিএআই (UIDAI) আপনার মোবাইলে একটি ফ্ল্যাশ মেসেজ সেন্ড করবে। সেখানেই আপনি নিজের ব্যাঙ্ক ব্যালান্স প্রত্যক্ষ করতে পারবেন।

উল্লেখ্য, ১২ -ডিজিটের আধার নম্বর কাজে লাগিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালান্স জেনে নেওয়ার পাশাপাশি অর্থের লেনদেন অথবা প্যান (PAN) কার্ডের জন্য আবেদন দাখিল করা যাবে। এভাবে বাড়িতে বসে বসে হাতে মিলবে নতুন প্যান কার্ড।

Show Full Article
Next Story