নকল iPhone বেচে প্রতারণা, অবশেষে পুলিশের হাতে অপরাধীরা, জাল কিনা বুঝবেন কীভাবে?

স্মার্টফোনের জগতে Apple-এর iPhone-এর বিপুল জনপ্রিয়তার কথা আমাদের কারোরই অজানা নয়। বেশ চড়া দাম হওয়া সত্ত্বেও যত দিন যাচ্ছে, গোটা বিশ্বজুড়ে এই ডিভাইসটির গ্রাহকসংখ্যা উত্তরোত্তর…

স্মার্টফোনের জগতে Apple-এর iPhone-এর বিপুল জনপ্রিয়তার কথা আমাদের কারোরই অজানা নয়। বেশ চড়া দাম হওয়া সত্ত্বেও যত দিন যাচ্ছে, গোটা বিশ্বজুড়ে এই ডিভাইসটির গ্রাহকসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর হ্যান্ডসেটটির এই বিপুল চাহিদাকে প্রত্যক্ষ করে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে নকল iPhone-এর সংখ্যা। চলতি সময়ে উন্নত প্রযুক্তির যুগে কোনটা আসল আর কোনটা নকল, তা বোঝা বেশ কঠিন কাজ হয়ে গিয়েছে। এর ফলে হুবহু iPhone-এর মতো দেখতে নকল স্মার্টফোন বাজারে ছেয়ে গিয়েছে। সস্তায় এই সমস্ত ডিভাইস সহজসরল সাধারণ মানুষকে বিক্রি করে তাদেরকে চূড়ান্তরকমভাবে প্রতারিত করছে একদল অসাধু ব্যক্তি। হালফিলে নয়ডায় এরকমই একটি ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে।

আপনাদেরকে জানিয়ে রাখি, নয়ডা পুলিশ সম্প্রতি একটি গ্যাংকে আটক করেছে, যারা অত্যন্ত সস্তায় দেশের রাজধানীতে সহজসরল সাধারণ মানুষকে আইফোন ১৩ (iPhone 13) বিক্রি করে তাদেরকে প্রতারিত করেছে বলে জানা গিয়েছে। খবর মিলেছে যে, এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৬০টি জাল আইফোন উদ্ধার করতে পেরেছে পুলিশ। পুলিশ জানিয়েছে যে, এই কুখ্যাত গ্যাংটি দিল্লি থেকে মাত্র ১২,০০০ টাকা দামের কিছু সস্তা মোবাইল কিনেছিল। এরপর এই কমদামি হ্যান্ডসেটগুলিকে আইফোনে রূপান্তরিত করার জন্য তারা একটি চাইনিজ শপিং পোর্টাল থেকে ৪,৫০০ টাকা দিয়ে আইফোন বক্স এবং ১,০০০ টাকা দিয়ে অ্যাপলের স্টিকার কেনে। তারপর এগুলির সহায়তায় মাত্র ১২,০০০ টাকা দামের ফোনই আমজনতার চোখে হয়ে ওঠে মহামূল্যবান আইফোন। ফলে চোখকান খোলা না রাখলে কিন্তু আপনার হাতেও ভবিষ্যতে চলে আসতে পারে এরকম একটি ডুপ্লিকেট হ্যান্ডসেট!

উল্লেখ্য যে, মূলত যাদের আইফোন সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তারাই আইফোন কেনার ক্ষেত্রে সবথেকে বেশি প্রতারিত হন। আবার, অনেক ক্ষেত্রে কোনো অননুমোদিত থার্ড-পার্টি সাইট থেকে এরকম দামি হ্যান্ডসেট কিনলেও সেটি নকল হওয়ার সম্ভাবনা থাকে। তবে এক্ষেত্রে বলে রাখি, কোনটা আসল আইফোন আর কোনটা নকল, তা বোঝার বেশ কিছু সহজ কায়দাও রয়েছে। ইউজারদের সুবিধার্থে এই প্রতিবেদনে আমরা আসল আইফোন চেনার কিছু সহজ উপায়ের কথা আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভবিষ্যতে আপনার যদি অ্যাপলের এই ধামাকাদার হ্যান্ডসেটটিকে পকেটস্থ করার প্ল্যান থাকে, তবে আমাদের আজকের এই আর্টিকেলটি অবশ্যই একবার খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন।

IMEI নম্বরটি চেক করুন

আসল ও নকল আইফোন চেনার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি পন্থা হল আইএমইআই (IMEI) নম্বর। আপনাদেরকে জানিয়ে রাখি, সমস্ত অরিজিনাল আইফোন মডেলগুলিতে একটি আইএমইআই নম্বর থাকে। তাই আপনার হাতে থাকা আইফোনটি আসল নাকি নকল, তা এটির উপস্থিতির সাহায্যে আপনি খুব সহজেই বুঝতে পারবেন।

কোথায় আপনার iPhone-এর IMEI নম্বর চেক করবেন?

এক্ষেত্রে বলি, আইফোনের প্যাকেজিং বক্সের গায়ে সাধারণত আইএমইআই নম্বরের উল্লেখ থাকে। এছাড়া, আপনি বারকোডে সিরিয়াল নম্বর এবং IMEI/MEID দেখতে পাবেন। তবে এখানেই শেষ নয়, একেবারে নিশ্চিত হওয়ার জন্য আপনার আইফোনের সেটিংসের অন্তর্গত আইএমইআই নম্বরের সাথে বক্সের গায়ে থাকা আইএমইআই নম্বরটি অবশ্যই একবার মিলিয়ে দেখে নেওয়া উচিত

কীভাবে আপনার iPhone-এর IMEI নম্বর ক্রস চেক করবেন?

আইফোনের মধ্যে আইএমইআই নম্বরের সন্ধান পেতে হলে আপনাকে প্রথমে সেটিংস (Settings), তারপরে জেনারেল (General), এবং তারপরে অ্যাবাউট (About)-এ ট্যাপ করতে হবে। এখানে আপনি ফোনের সিরিয়াল নম্বরের পাশাপাশি আইএমইআই নম্বরও দেখতে পাবেন। সেক্ষেত্রে কোনোভাবে যদি বক্সের গায়ে লেখা থাকা আইএমইআই নম্বরটির সাথে ফোনের অন্তর্গত আইএমইআই নম্বরটি না মেলে, তাহলে নির্দ্বিধায় বুঝে নিতে হবে যে আপনার হাতে থাকা স্মার্টফোনটির নকল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

Apple ওয়েবসাইটে আপনার iPhone-এর কভারেজ চেক করুন

আপনার আইফোনের ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়ার তারিখের উপর ভিত্তি করে আপনার ডিভাইসের বয়স নির্ধারণ করার জন্য আপনি অ্যাপলের “চেক কভারেজ” ওয়েবসাইটটি (https://checkcoverage.apple.com/) ভিজিট করতে পারেন। এই পেজে গিয়ে আপনার আইফোনের সিরিয়াল নম্বরটি লিখলেই আপনি ফোনটির ওয়ারেন্টি স্ট্যাটাসের পাশাপাশি সেটির সাথে সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। যেহেতু সাধারণভাবে অ্যাপল তাদের প্রোডাক্টে এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি অফার করে, তাই এর নিরিখে আপনি আপনার আইফোনের সঠিক বয়স জানতে পারবেন। সেক্ষেত্রে প্যাকিং বক্সের গায়ে যদি তারিখে কিছু গোলমাল দেখেন, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে ফোনটি ভুয়ো হওয়ার সম্ভাবনা প্রবল।

মনে কোনো সন্দেহ দেখা দিলেই নিকটবর্তী Apple Store-এ যান

এতক্ষণ পর্যন্ত যা যা বললাম, সেই সবকিছু চেক করার পরেও যদি আপনার মনে বিন্দুমাত্র সন্দেহ থেকে থাকে, তবে তা দূর করতে অবিলম্বে নিকটবর্তী কোনো অ্যাপল স্টোরে যান। আপনার হাতে থাকা আইফোনটি আসল নাকি নকল, সে সম্পর্কে জানতে অ্যাপল স্টোরের এক্সিকিউটিভরা আপনাকে যথাযথ সাহায্য করবে, যার ফলে আপনার মনের সব দ্বিধা দূর হয়ে যাবে।

সর্বদা কোনো অনুমোদিত ডিলার বা ওয়েবসাইট থেকে iPhone কিনুন

নকল আইফোন হাতে পেতে না চাইলে সর্বদা কোনো অনুমোদিত ডিলার বা ওয়েবসাইট থেকে আইফোন কিনুন। এক্ষেত্রে বলে রাখি, ভারতে Imagine, Uni, Aptronix এবং iWorld হল কিছু অনুমোদিত (authorised) অ্যাপল স্টোর। এছাড়া, Croma, Vijay Sales, Reliance Retail, Sangeetha Mobiles-এর মতো ইলেকট্রনিক রিটেইল চেইন থেকেও ইউজাররা নির্দ্বিধায় আইফোন কিনতে পারেন। আবার, Flipkart এবং Amazon-ও অ্যাপলের অথোরাইজড পার্টনার। তাই এই আইফোন পকেটস্থ করতে হলে এই দুটি ই-কমার্স প্ল্যাটফর্মেরও দ্বারস্থ হতে পারেন ক্রেতারা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন