- Home
- »
- টেক গাইড »
- Aadhaar Card বিনামূল্যে আপডেট করুন, এই...
Aadhaar Card বিনামূল্যে আপডেট করুন, এই তারিখের পর টাকা লাগবে
বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ট্রেনের টিকিট বুকিং বা মোবাইল সিম কেনার...বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ট্রেনের টিকিট বুকিং বা মোবাইল সিম কেনার কাজে এখন আধার কার্ড দরকার হয়। এছাড়াও, কমবেশি প্রায় প্রত্যেকটি অফিসিয়াল কাজের জন্যই বর্তমানে Aadhaar কার্ডের প্রয়োজন হয়। কারণ এতে আমাদের বায়োমেট্রিক ডেটা, বাড়ি ঠিকানা, জন্ম তারিখ, বাবার নামের মতন একাধিক তথ্য অন্তর্ভুক্ত করা থাকে। আর এমন পরিস্থিতিতে Aadhaar কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে বা আপনি কোনো তথ্য পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আপনার Aadhaar আপডেট করতে হবে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার আপডেট করার জন্য বিনামূল্যে একটি পরিষেবা চালু করেছে। চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। আর এরপর আধার আপডেট করতে গেলে আপনাকে খরচ করতে হবে ৫০ টাকা।
ইউআইডিএআই জানিয়েছে, যে সমস্ত ব্যবহারকারী দীর্ঘ ১০ বছর তাদের আধার কার্ড আপডেট করেননি, শীঘ্রই তাদের আধার আপডেট করা উচিত। কারণ এটি না করলে তারা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন।
আর কতদিন বিনামূল্যে আধার আপডেট পরিষেবা পাওয়া যাবে?
ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে যে, যে কোনো আধার কার্ড ব্যবহারকারী আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে তার কার্ডটি আপডেট করতে পারবেন। ইউআইডিএআই আরো বলেছে যে, ব্যবহারকারীরা শুধুমাত্র অনলাইনে বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ পাবেন। তবে আধার কেন্দ্রে গিয়ে আপডেট করলে ৫০ টাকা চার্জ দিতে হবে।
কিভাবে আপনি অনলাইনে আধার কার্ড আপডেট করবেন?
- প্রথমে আপনাকে আপনার আধার নম্বর দিয়ে https://myaadhaar.uidai.gov.in/ সাইটে লগইন করতে হবে।
- এরপরে আপনাকে 'ডকুমেন্ট আপডেট' অপশনটি সিলেক্ট করতে হবে।
- এখানে যে তথ্যটি আপডেট করতে চান সেটি বেছে নিতে হবে এবং নতুন তথ্যটি লিখতে হবে।
- তারপর ড্রপডাউন তালিকা থেকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস সিলেক্ট করতে হবে।
- এখন আপনাকে আপনার লেটেস্ট ডকুমেন্ট আপলোড করতে হবে।
- ডকুমেন্ট আপলোড করার পর আপনার নতুন Aadhaar কার্ডটি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।